📕ইতিহাস থেকে কিছু প্রশ্নোত্তর

📕📕ইতিহাস থেকে কিছু প্রশ্নোত্তর 






চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।

   রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎👎👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

       
                 👆

JOIN US OUR WHATAPP GROUP👇👇⏩
plZ touch Whatsapp icon 👇

👆


(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন 👇👇👇👇👇👇

📓📓📓📓

প্রশ্ন:- জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল ?
উত্তর:-  জার্মানি ও ইতালি ছাড়া জাপানও অক্ষজোটের সদস্য ছিল ।

প্রশ্ন:- নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ?
উত্তর:- ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ।

প্রশ্ন:- কোন খ্রিস্টাব্দে ইতালি ইথিওপিয়া দখল করে ?
উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দের মে মাসে ইতালি ইথিওপিয়া দখল করে ।

প্রশ্ন:-  মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' কে বলেছিলেন ?
উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' বলেছিলেন ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
উত্তর:- জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ।

প্রশ্ন:- মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ।

প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট -এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।

প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে কবে জার্মানি রাশিয়া আক্রমণ করে ?
উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দের ২২শে জুন রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে জার্মানি রাশিয়া আক্রমণ করে ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ।

প্রশ্ন:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।

প্রশ্ন:-  কোন যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তর:- স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ।

প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কবে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ?
উত্তর:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩ খ্রিস্টাব্দে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ।

প্রশ্ন:-  কবে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ?

উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ই মে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ।

Plz like share join or comment  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area