WBPSC FOOD SI GK PRACTIC SET -1

FOOD SI GK PRACTIC SET -1






১. "সোরেল সিমেন্ট" কোন কাজে ব্যবহার করা হয়?
উওর:দাঁতের চিকিৎসায়।
২. স্থায়ী চুম্বক তৈরী করতে কোন লোহা ব্যবহার করা হয়?
উওর: ইস্পাত।
৩. যেকোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে?
উওর: সাইট্রিক অ্যাসিড।
৪. 'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত হয়?
উওর: শ্বেতসার।
৫. মানুষের দাঁতের কঠিন অংশকে কী বলে?
উওর: এনামেল।
৬. কোন প্রাণীকে কাঁটার মুকুট অ্যাখ্যা দেওয়া হয়?
উওর: তারা মাছ।
৭. ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উওর: রজার ডেভিড কর্ণবার্গ।
৮. ভিনিগার কিসের জলীয় দ্রবন?
উওর: অ্যাসিটিক অ্যাসিড।
৯. লিটমাস পেপারের দ্রবন কোন রংকে নির্দেশ করে?
উওর: লাল রং।
১০. কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
উওর: প্লাকইড(Placoid)।
১১. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
উওর: তিমি।
১২. যেসব প্রাণীর রাএিকালীন মল খাওয়ার অভ্যাস আছে তাদের কী বলে?
উওর: কোপ্রোফ্যাগি।
১৩. পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?
উওর: পুসা বিন।
১৪. মৌমাছি কতদিন বাঁচে?
উওর: ৫০-৬০ দিন।
১৫. কোন ভিটামিন কে বায়োটিন বলে?
উওর: ভিটামিন H অপর নাম B৭।
১৬. মহিলাদের হাঁড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায়?
উওর: ৪০-৪৫ বছর।
১৭. ফ্যাট কীসে দ্রবণীয়?
উওর: ইথার ও ক্লোরোফর্ম।
১৮. ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরী হয়?
উওর: ১২ অণু।
১৯. ইতালিতে ইলদুচে বা একনায়ক হিসেবে পরিচিত কে?
উওর: মুসোলিনি।
২০. কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন কে?
উওর: অশ্বিনী কুমার দও।
২১. কে গান্ধীবুড়ি নামে খ্যাত?
উওর: মাতঙ্গিনী হাজরা।
২২. কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?
উওর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৩. কে চৌদ্দদফা দাবি পেশ করেন?
উওর: মহম্মদ আলি জিন্নাহ।
২৪. কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?
উওর: লক্ষী স্বামীনাথন।
২৫. কে দেশীয় ভাষায় সংবাদ পএ আইন পাশ করেন?
উওর: লর্ড লিটন।
২৬. কে 'নাইট' উপাধি ত্যাগ করেন?
উওর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৭. কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?
উওর: মহম্মদ ইকবাল।
২৮. কে ব্লাকশার্ট বাহিনী গঠন করেন?
উওর: মুসোলিনি।
২৯. কে বেঙ্গল ক্যামিক্যাল প্রতিষ্ঠা করেন?
উওর: প্রফুল্ল চন্দ্র রায়।
৩০. কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?
উওর: দাদাভাই নৌরোজি।






 
 চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।

 রোজ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👇
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆
(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area