মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য



মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

 https://www.sikkharpragatirakesh.tk   


provided by শিক্ষার প্রগতি  


1.মানুষের রক্তের রং লাল কেন?
উঃ হিমগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় মানুষের রক্তের রং লাল।
মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি?
উঃ ২০৬টি।

2.মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?

উঃ যকৃৎ।


3.মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?

উঃ অক্সিন্টিক গ্রন্থি।


4.মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থিটির নাম কী?

উঃ প্লীহা।


5.মানবদেহে মোট রক্তের পরিমাণ কত?

উঃ ৫.৬ লিটার।


6.মানবদেহে মোট পেশীর সংখ্যা কয়টি?

উঃ ৬৩৯টি।


7.মানবদেহের বৃহত্তম পেশীর নাম কী?

উঃ গ্লটিয়াস।


8.মানবদেহের সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থিটির নাম কী?

উঃ থাইরয়েড।


9.মানবদেহের ক্ষুদ্রতম অন্তক্ষরা গ্রন্থিটির নাম কী?

উঃ পিনিয়াল বডি।


10.মানুষের দীর্ঘতম স্নায়ুর নাম কী?

উঃ সায়াটিক নার্ভ।


11.মানবদেহের দীর্ঘতম কোশটির নাম কী?

উঃ স্নায়ুকোশ।


12.ত্বকের বাইরের স্তরকে কী বলে?

উঃ এপিডারমিস।


13.মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?

উঃ পিটুইটারী।


14.মানবদেহে রক্ত তঞ্চনের সময়কাল কত?

উঃ ৩.৬ মিনিট।


15.মানবদেহে স্বাভাবিক হৃৎস্পন্দন কত?

উঃ ৭০বার/মিনিট।


16.রক্ত জল অপেক্ষা কতগুণ ঘন?

উঃ ৬ গুণ।


17.রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী রক্তকণিকাটির নাম কী?

উঃ অনুচক্রিকা।


18.মানবদেহে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কী?

উঃ কনজাংটিভা।











 আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇


       
                 👆

(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই https://chat.whatsapp.com/DFD7FmzEbdR28RU3lKtNBT আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।


 https://www.sikkharpragatirakesh.tk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area