পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ(সাধারণ জ্ঞান)




পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ(সাধারণ জ্ঞান)

 https://www.sikkharpragatirakesh.tk   


provided by শিক্ষার প্রগতি  




 সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ

1.কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠাহয়েছিলো?

উঃ ২৬ জানুয়ারী, ১৯৫০।


2.পশ্চিমবঙ্গের আয়তন কত?

উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।


3.পশ্চিমবঙ্গে লোকসংখ্যা কত?

উঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এইরাজ্যের লোক সংখ্যা ৯ কোটি ১ লক্ষেরও বেশি।
4.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?

উঃ কোলকাতা।

5.পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?

উঃ কোলকাতা।


6.পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি?

উঃ ২৩ টি।


7.পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলাকোনটি?

উঃ কোলকাতা।


8.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশিলোক বাস করে?

উঃ মেদনীপুর জেলায়।


9.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কমলোক বাস করে?

উঃ দার্জিলিং জেলায়।


10.পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী?

উঃ বাঙলা।


11.পশ্চিমবঙ্গের অধিবাসীদের কী বলে?

উঃ বাঙালী।


12.পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?

উঃ বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম ওআসাম।


13.পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কি কি?

উঃ পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকেনেপাল ও ভুটান অবস্থিত।


14.পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত?

উঃ মৌসুমী জলবায়ুর অন্তর্গত।


15.পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাতহয়?

উঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।


16.পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কমবৃষ্টিপাত হয়?

উঃ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।


17.পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?

উঃ ভাত।


18.পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?

উঃ পশ্চিমবঙ্গে তিনটি বিভাগ। যথা-প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ওজলপাইগুড়ি বিভাগ।


19.পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়েরসংখ্যা কত?

উঃ প্রায় ৬০ হাজার।


20.পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাকত?

উঃ প্রায় ৬০ হাজার।


21.পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা কত?

উঃ ২০০টি।


22.পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?

উঃ গঙ্গা।


23.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?

উঃ সান্দাকফু(৩,৬৩৬ মিটার)।


24.পশ্চিমবঙ্গের প্রধান ঋতু কয়টি ও কিকি?

উঃ পশ্চিমবঙ্গের প্রধান ঋতু চারটি ।যথা- গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল ও শীতকাল।


25.পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি?

উঃ মেছোবাঘ।


26.পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখিটির নাম কী?

উঃ ধলাগলা মাছরাঙা।


27.পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী?

উঃ শিউলি ফুল।


28.পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী?

উঃ ছাতিম।


29.পশ্চিম বঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যানআছে?

উঃ ছয়টি। যথা- সুন্দরবন জাতীয় উদ্যান,বক্সা জাতীয় উদ্যান, গোরুমারা জাতীয়উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান,সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও জলদাপাড়াজাতীয় উদ্যান।


30.পশ্চিমবঙ্গের কোথায় রয়্যালবেঙ্গলটাইগার দেখা যায়?

উঃ সুন্দরবনে।


31.পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ মমতা বন্দ্যোপাধ্যায়।


32.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয়ের নামকী?উঃ কোলকাতা হাইকোর্ট।


33.পশ্চিমবঙ্গের আইনসভা কী নামেপরিচিত?

উঃ বিধানসভা নামে পরিচিত।


34.পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলা দুটির নাম কিকি?

উঃ ক্রিকেট ও ফুটবল।













 আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হন👎
plz like share and comment

রোজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇

       
                 👆

(বাধ্যতামূলক নয়) যদি পরবর্তী আপডেট পেতে চান তবেই করুন


যেকোনো চাকুরীর পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাথে "শিক্ষার প্রগতি " । আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর কথা মাথায় রেখেই  আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য / PDF/নোটস/ পেপার ।

"শিক্ষার প্রগতি" হল শিক্ষার  এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা সংক্রান্ত  সমস্ত সুবিধাই বিনামূল্যের । " শিক্ষার প্রগতি " সমস্ত কিছুই বিনামূল্যের ডাউনলোড করতে পারেন । সাপ্তাহিক পত্রিকাগুলি ও " শিক্ষার প্রগতি " এর সমস্ত update আপনি পেতে পারেন এর জন্য আপনাকে like share comment ও join করে আমাদের সাইট এ সক্রিয় থাকতে হবে।


 https://www.sikkharpragatirakesh.tk

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box

Ads Area