Child Study Online Mock Test in Bengali (Mock 5)






বিভিন্ন প্রতিযোগিতা মূলক চাকরির পরীক্ষা যেমন:-রেল,ব্যাংক,টেট,পিএসসি ডাবলু বি সি এস এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট





শিশু শিক্ষা Mock Test -5

পুর্ণমান - ২০। সময় 5 মিনিট


  1. বিদ্যালয়ের বাইরে শিশু শিক্ষার পাঠ্যক্রমের প্রধান উপাদান হওয়া উচিত –

  2. সাক্ষরতার জ্ঞান
    জীবন সম্পর্কে দক্ষতা
    সংখ্যা সংক্রান্ত জ্ঞান
    বৃত্তিশিক্ষার জ্ঞান

  3. নিবিড় শিক্ষার সাফল্য নির্ভর করে –

  4. সমাজের সমর্থনে
    পাঠ্যবইয়ের উৎকর্ষতায়
    শিক্ষন ও শিক্ষাদানের সামগ্রী সর্বোত্তম হলে
    শিক্ষকদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তনে

  5. বিদ্যালয় শিক্ষার গুণমান সম্পূর্ণ ভাবে নির্ভরশীল ―

  6. সুসংহত পরিকাঠামোর উপর
    প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করার উপর
    আন্তর্জাতিক সমর্থনের উপর
    শিক্ষক শিখনের গুণমানের উপর

  7. 'বেসিক এডুকেশন' ধারণাটির প্রবক্তা কে ?

  8. ড. জাকির হোসেন
    ড. রাজেন্দ্র প্রসাদ
    মহাত্মা গান্ধি
    রবীন্দ্রনাথ ঠাকুর

  9. ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায় ―

  10. কঠোর পরিশ্রম
    গ্রন্থাগারে পড়াশুনা
    প্রাইভেট টিউশন
    নির্ণায়ক শিক্ষা

  11. একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবে ?

  12. পিতার মতো
    বন্ধুর মতো
    দার্শনিকের মতো
    পথপ্রদর্শক

  13. সর্বোত্তম শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা হলো সেটা, যেটা তৈরি হয়েছে ―

  14. শিশুদের ক্ষমতা অনুযায়ী
    শিশুদের প্রয়োজন অনুযায়ী
    শিশুদের ভালোলাগা বা অনুরাগ অনুযায়ী
    সমাজের প্রয়োজনসহ উপরের সবগুলি অনুযায়ী

  15. ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন উচ্চতায় রাখবেন ?

  16. যথেষ্ট উচ্চতায়
    সাধারণ উচ্চতায়
    অল্প উচ্চতায়
    কখনও নিচু গলায় আবার কখনও উচুঁ গলায়

  17. শিক্ষার প্রকৃত অর্থ ―

  18. ব্যাক্তিগত সমন্বয় সাধন বা সমঝোতা
    আচরণের পরিবর্তন
    জ্ঞান সঞ্চয়
    দক্ষতা অর্জন

  19. মন্তেস্বরি শিক্ষা পদ্ধতির প্রবর্তক কে ?

  20. ফ্রয়েবল
    জন ডিউই
    মাদাম মারিয়া
    স্পেনসার




মক টেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি নিচে আছে দেখে নিন -  








➤ উত্তর পত্র
1-D,2-B,3-D,4-C,5-A,6-B,7-D,8-D,9-A,10-C





























Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area