শিলা ও তার রূপান্তর

শিলা, শিলার প্রকারভেদ, কিছু রুপান্তরিত শিলা, জীবাশ্ম
শিলা ও তার রূপান্তর

শিলা, শিলার প্রকারভেদ, কিছু রুপান্তরিত শিলা, জীবাশ্ম




হ্যালো বন্ধুরা,    

                    আপনারা নিশ্চয়ই  বিভিন্ন প্রতিযোগিতামূলক  পরীক্ষার জন্য প্রস্তুতি   নিচ্ছেন আজ "শিক্ষার প্রগতি" আপনাদের সাথে শেয়ার শেয়ার করছে
শিলা ও তার রূপান্তর,যা আপনাদেরকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায়  ভীষণভাবে সাহায্য করবে বিগত পরীক্ষা গুলিতে থেকে প্রশ্ন কমন এসেছে তাই আশা করছি আবারও পরীক্ষায় আসতে পারে, তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে PDF ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন

বিভিন্ন Competitive Exam- আসার মতো            সঙ্গে PDF- থাকছে ,সুতরাং প্রশ্ন গুলি পড়েনিন আর নিচে দেওয়া লিংক থেকে PDFটি ডাউনলোড করে নিন


কিছু নমুনা প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হল আগে দেখুন তারপর ডাউনলোড করুন :-



শিলার নাম            রূপান্তর 

১) কয়লা                    গ্রাফাইট

২)  চুনাপাথর                মার্বেল

৩) কাদাপাথর              ফিলাইট


৪) রায়োলাইট                 নিস

আরো পড়ুন :



পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে যান 


শিলা

  • পৃথিবির কেন্দ্র বা কোর অংশ— লোহা এবং নিকেলের মত ভারী উপাদান দ্বারা গঠিত।
  • পৃথিবীর সবথেকে উপরের কঠিন অংশ — সিলিকা এবং অ্যালুমিনিয়ামের মত উপাদানের আধিক্য বেশী।

শিলা ৩ প্রকারঃ- আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রুপান্তরিত শিলা

আগ্নেয় শিলাঃ- 

  • এই শিলার কোন স্তর নেই।
  • জীবাস্ম থাকে না।
  • সহজে ক্ষয় হয়না।
  • দেখতে স্ফটিকের মত।
  • উদাহরন– ব্যাসল্ট, টাফ, গ্রানাইট, ডলোরাইট, পরফাইরি ইত্যাদি।

  • ম্যাগমাঃ-বিভিন্ন রকম শিলার উত্তপ্ত মিশ্রন। এর মধ্যে গ্যাস এবং জলীয় বাষ্পের মিশ্রনও থাকে।ভূত্বকের অভ্যন্তর থেকে ম্যাগমা যখন ছিদ্রপথে বাইরে আসে তখন তাকে লাভা বলে, এই লাভা শীতল হয়ে আগ্নেয় শিলা গঠিত হয়।
  • পৃথিবীর প্রধান উপাদাঙ্গুলি হলঃ- লোহা, অক্সিজেন, সিলিকন, ম্যাগনেশিয়াম, নিকেল, সালফার ইত্যাদি। এর মধ্যে লোহার পরিমান সবচেয়ে বেশী, প্রায় ৩৫%।
  • ভূত্বকের প্রধান উপাদানগুলি হলঃ- অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। সবচেয়ে বেশী পরিমানে আছে অক্সিজেন-৪৭%।

পাললিক শিলাঃ-

  • এই শিলার স্তর পরিস্কার দেখা যায়।
  • কোমল বলে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।
  • আগ্নেয় শিলার তুওলনায় হাল্কা হয়।
  • আগ্নেয় শিলার মত স্ফটিকাকার হয় না। কেলাসিত হয় না।
  • সছিদ্রতা অন্যতম বৈশিষ্ঠ্য।
  • এই শিলায় জীবাস্ম দেখা যায়।
  • এই শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
  • উদাহরনঃ- বেলেপাথর, নুড়িপাথর, কাদাপাথর, চুনাপাথর, ডলোমাইট, সৈন্ধব লবন, ফটকিরি, কয়লা ইত্যাদি।

রূপান্তরিত শিলাঃ-

  • উৎপত্তির কারনঃ- অত্যাধিক চাপ, অত্যাধিক তাপ এবং রাসায়নিক প্রক্রিয়া।
  • এই শিলা খুব ভাল স্ফটিকযুক্ত হয়।
  • আগের থেকে বেশী কঠিন এবং ভারী হয়।
  • জ়িবাস্ম দেখা যায় না।
  • উদাহরনঃ-মার্বেল, স্লেট, নিস, কোয়ার্জাইট ইত্যাদি।
কিছু আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিনত হয়,,
যেমন,,,
(বাঁদিকের সারিতে রূপান্তরিত শিলা)
  • স্লেট ————–শেল এবং কাদাপাথর
  • কোয়ার্টাইজ ——– বালিপাথর
  • নিস ————– গ্রানাইট
  • মার্বেল ———— চুনাপাথর, ডলোমাইট বা চক।
  • অ্যান্থ্রাসাইট ——-কয়লা।
  • অ্যাম্ফিবোলাইট—– ব্যাসল্ট।
আরো পড়ুন :


















নিচে পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন 




পিডিএফ ফাইল টি কেমন লাগলো কমেন্ট বাক্স এ জানাবেন  . আপনাদের মতামত পেলে আমরা উতসাহিত হব 


PDF FILE DETAILS 

FILE NAME:  শিলা ও তার রূপান্তর(www.sikkharpragati.com)  

FILE SIZE :  200 kb 
Quality : High
Format : Pdf
File Location : Google Drive







THANK YOU VISIT AGAIN

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area