Online Quiz in Bengali ( No-18) Live




Online Quiz in Bengali ( No-18) Live
Online Quiz in Bengali ( No-18) Live

Online Quiz for Wbcs, Police, psc,rail,group-D etc competitive exam special 



Online Gk Quiz(Biology) 

 মকটেস্ট দিন আর নিজেকে যাচাই করে নিন ➤  

Mock Test -18

➤ পূর্ণমান -10   । সময় 5 মিনিট



(১) ভিটামিন D এর রাসয়ানিক নাম কি   - 
Options:
[a] অ্যাসকরবিক অ্যাসিড
[b] ক্যালসিফেরল
[c] টোকো ফেরল
[d] কোনোটিই নয়।


(২) ভিটামিন E এর রাসয়ানিক নাম কি - 
Options:
[a] টোকোফেরল
[b] থিয়ামিন
[c] সায়ানোকোলাবমিন
[d] রাইবোফ্লোবিন


(৩)  ভিটামিন K এর রাসয়ানিক নাম কি  - 
Options:
[a] ফাইলোকুইনিন। 
[b] রেটিনল।
[c] অ্যাসকরবিক অ্যাসিড।
[d] কোনোটিই নয়।


(৪) খাদ্যের সরল অংশ শোষিত হয়, - 
Options:
[a] অগ্নাশয়
[b] কিডনি
[c] ভিলাই
[d] কোনোটিই নয়।


(৫) কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে - 
Options:
[a] গলগন্ড
[b] ডায়াবেটিস
[c] ইনসুলিন।
[d] অপুষ্টি।


(৬)  এনজাইম হল -  

Options:
[a] ভিটামিন।
[b] প্রোটিন।
[c] হরমোন।
[d] জৈব অনুঘটক।


(৭) রক্তে শর্করার পরিমান বেড়ে গেলে কি রোগ হয় - 
Options:
[a] রক্তাল্পতা। 
[b] স্কার্ভি।
[c]  ডায়াববেটিস বা মধুমেহ।
[d] কোনোটিই নয়।


(৮) পাকস্থলির অর্ধপাচ্য খাদ্যকে কি বলে-

 Options:
[a] শ্বেতসার।
[b] কাইম।
[c]  শর্করা।
[d] কোনোটিই নয়।




(৯) ক্ষুদ্রান্তের তরল ও সরল খাদ্য কে কি বলে - 
Options:
[a] সুক্রোজ।
[b] শ্বেতসার।
[c] কাইল।
[d]  কোনোটিই নয়।



(১০) পাকা ফলে সঞ্চিত থাকে - 

Options:
[a] ভিটামিন।
[b] সুক্রোজ
[c] ফ্রুকটোজ শর্করা।
[d] অ্যাসকরবিক অ্যাসিড। 


কত পেলেন আমাদের পেজের নিচে দেওয়া কমেন্ট বক্সে জানান

















Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box

Ads Area