সাধারণ জ্ঞান || General knowledge PDF Download || Gk প্রশ্ন উত্তর | For Rail, PSC, SSC, Defence Exam | Free Bengali Pdf Download

সাধারণ জ্ঞান || General knowledge PDF Download || Gk প্রশ্ন উত্তর | For Rail, PSC, SSC, Defence Exam | Free Bengali Pdf Download


সাধারণ জ্ঞান || General knowledge PDF Download || Gk প্রশ্ন উত্তর | For Rail, PSC, SSC, Defence Exam | Free Bengali Pdf Download


কিছু নমুনা প্রশ্ন-উত্তর:


1)  ভারতের কোন্ অরণ্যে সিংহ দেখা যায় ?

উওর:- গির অরণ্য

2) হায়দ্রাবাদ কোন্ নদীর তীরে অবস্থিত ?

উওর:-মুসি

3) হীরাকুঁদ বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত ?

উওর:-মহানদী

4) ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?

উওর:-হীরাকুঁদ বাঁধ
5) কোন্ নদীর উপর ভাকরা-নাঙাল বাঁধ অবস্থিত ?

উওর:-শতদ্রু

6) কমলালেবুর শহর কাকে বলে ?


উওর:-নাগপুরকে

7) 'হর্ষচরিত' কার লেখা ?


উওর:-বানভট্ট

8) হাইড্রার গমন অঙ্গের নাম কী ?

উওর:-কর্ষিকা

9) 'The Indian Struggle' - বইটির রচয়িতা কে ?

উওর:-সুভাষচন্দ্র বোস
10) 'বলাকা' কবিতাটি কার লেখা ?

উওর:-রবীন্দ্রনাথ ঠাকুর

11) মানুষের দেহে কয়টি ক্রোমোজোম থাকে ?

উওর:- ৪৬ টি

12) মুসকাডো মিস্টিকা কার বিজ্ঞানসম্মত নাম ?

উওর:-মাছি

13) নিশীথ সূর্যের দেশ-কাকে বলে ?

উওর:-নরওয়েকে

14) শ্বেত-হস্তীর দেশ কোনটি ?

উওর:-থাইল্যান্ড


15) 'ভূ-মধ্যসাগরের চাবি' কাকে বলে ?

উওর:- জিব্রাল্টার প্রণালীকে

16) দিনেমার কোন্ দেশের অধিবাসীদের বলা হয় ?

উওর:-ডেনমার্কের

17) তীর্থস্থান দ্বারকা কোন্ রাজ্যের অন্তর্গত ?

উওর:-গুজরাট

18) 'মেসোপটেমিয়া' শব্দটির অর্থ কী ?

উওর:-দুই নদীর মধ্যবর্তী দেশ

19) ব্রাজিলের প্রধান কৃষিজ ফসল কোনটি ?
উওর:-কফি

20) কোন্ গাছ থেকে রবার সংগ্রহ করা হয় ?

উওর:- সেভিয়া গাছ

21) উদীয়মান সূর্যের দেশ কাকে বলে ?

 উওর:-জাপান

22) ভারতের কোন্ শহরকে 'উদ্যান শহর' বলা হয় ?

উওর:-বাঙ্গালোর


23) ঘানার আগে কী নাম ছিল ?

উওর:-গোল্ড কাস্ট

24) আধুনিক চিনের জনক কাকে বলা হয় ?

উওর:-সান-ইয়াত্‍-সেন

25) বৃহত্তম মুম্বই শহরটি কটি দ্বীপ নিয়ে গঠিত ?

উওর:-সাতটি

26) কোন্ শহরে মিগ জেট বিমান তৈরির কারখানা রয়েছে ?

উওর:-হায়দ্রাবাদ

27) কোন প্রাণীর হৃত্পিদণ্ড একচক্রী ?

উওর:-মাছ

28) "মহাভারত" মহাকাব্যের পূর্ব নাম কী ছিল ?

 উওর:-জয়

29) কোন বাঙালি মহিলা প্রথম চিকিত্স ক হন ?

উওর:-কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

30) মৌমাছির ঝাঁক কী নামে পরিচিত ?

উওর:-swarm

31) বৌদ্ধদের মতে মার্গ কয়টি ?

উওর:-৮ টি

32) গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

উওর:-চিন

33) জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি ?

 উওর:-হনসু
34) 'দাম' ছোটোগল্পটির রচয়িতা কে ?

উওর:-নারায়ণ গঙ্গোপাধ্যায়

35) কফি কী থেকে প্রস্তুত হয় ?

উওর:-বীজ



সম্পূর্ণ টি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন ::-



File Details:-
File Name :- General knowledge
File Format :- PDF
Quality :- High
File Size :-  5 MB
File Location :- Google Drive
Download Link         : Click Here to Download


Direct Download      : Click Here to Download















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area