WBCS History Question And Answer Pdf: ইতিহাসের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCS History Question And Answer Pdf: ইতিহাসের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCS History Question And Answer Pdf: ইতিহাসের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর


WBCS History Question And Answer Pdf: ইতিহাসের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর



প্রশ্ন:  গান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন? 


উত্তর: সবরমতি আশ্রম থেকে।


প্রশ্ন:  মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীর নাম কী?


উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।


প্রশ্ন:  মাৎ সিনি কে? 


উত্তর: ইটালির ঐক্য আন্দোলনের নেতা।


প্রশ্ন: মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিস্থাতা কে? 


উত্তর: চেল তা পতি চেটি।


প্রশ্ন: মানবসেবার ধর্ম কে প্রচার করেন?

 

উত্তর: স্বামী বিবেকানন্দ


প্রশ্ন:  মার্গারেট নােবেল নামে কে পরিচিত? 


উত্তর: ভগিনী নিবেদিতা।


প্রশ্ন:  মাষ্টার নামে কে পরিচিত?


উত্তর: সূর্য সেন।


প্রশ্ন: মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

 

উত্তর: ১৯৩৮ খ্রিঃ।


প্রশ্ন:  মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 


উত্তর: ইংল্যান্ড-ফ্রান্স-ইটালি-জার্মানি।


প্রশ্ন:  মিজো ন্যাশনাল ফ্রন্ট কে গঠন করেন? 


উত্তর: লাল ডেঙ্গা।


প্রশ্ন:  মিজোরাম কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?উত্তর: ১৯৮৬


প্রশ্ন: মিত্র শক্তি জোট কত সালে গঠিত হয়? 


উত্তর: ১৯৪০ খ্রি ১২ অক্টোবর।


প্রশ্ন:  মিত্রমেলা কারা গঠন করেন?


উত্তর: ১৮৯৯ খ্রিঃ, গণেশ সাভারকর ও বিনায়ক সাভারকর।


প্রশ্ন:  মিরাট যড়যন্ত্র মামলার দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখাে।


উত্তর: ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন।


প্রশ্ন: মিশর কবে স্বাধীনতা লাভ করে? 


উত্তর: ১৯৫৬ খ্রিঃ।


প্রশ্ন:  ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?


উত্তর ১৯৫০ সালের ২৬ শে নভেম্বর।


প্রশ্ন:  ভারতের সংবিধান কবে গৃহীত হয়?


উত্তর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।


প্রশ্ন:  ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 


উত্তর: ১৯৪৭ খ্রি ১৮ জুলাই।


প্রশ্ন:  ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যাভের প্রধানমন্ত্রী কে ছিলেন? 


উত্তর: এটলি।


প্রশ্ন: ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?


উত্তর: সুপ্রিম কোর্ট।


প্রশ্ন:  ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 


উত্তর: ১৯৪৭ খ্রিঃ।


প্রশ্ন:  ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 


উত্তর: ১৯১৯ খ্রিঃ।


প্রশ্ন: ভিয়েতনামের জনক কাকে বলা হয়?


উত্তর: হাে-চি-মিন।


প্রশ্ন: মন্টেগু চেমস্ ফোর্ড সংস্কার আইন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়? 


উত্তর: ১৯১৯ খ্রিঃ।


প্রশ্ন: মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 


উত্তর: ১৯৭২ খ্রিঃ।


প্রশ্ন:  মনিপুর কবে ভারত ইউনিয়নে যােগ দেয়?


উত্তর: ১৯৪৯ খ্রিঃ ২১ সেপ্টেম্বর।


প্রশ্ন: মনিপুরের কোন রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মনিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন?


উত্তর: বােধচন্দ্র সিংহ।


প্রশ্ন:  মনিরাম দেওয়ানকে কত খ্রিঃ ফাঁসি দেওয়া


উত্তর: ১৮৫৮ খ্রিঃ ২৬ শে জানুয়ারি।


প্রশ্ন:  মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা হত?


উত্তর: হিটলারের সেনাপতি রােমেল।


প্রশ্ন:  মসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়?


প্রশ্ন: মেইন ক্যাম্প কার রচনা? 


উত্তর: হিটলারের।


প্রশ্ন: মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা।

করেন? 


উত্তর: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।


প্রশ্ন: মেট্রোপলিটন ইন্সটিটিউশন(স্কুল) কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।


প্রশ্ন: মােপালা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?


উত্তর: মহম্মদ হাজি।


প্রশ্ন:  রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন?


উত্তর: রাজাৱামােহন রায়।


প্রশ্ন:  রেডিক্যাল ডেমােক্রেটিক পার্টি কে গঠন করেন?


উত্তর: মানবেন্দ্রনাথ রায়।


প্রশ্ন: রশ বিপ্লবে (১৯১৭) কে নেতৃত্ব দেন?


উত্তর: লেনিন।


প্রশ্ন: রশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?


উত্তর: ২৩ আগষ্ট-১৯৩৯ খ্রিঃ।


প্রশ্ন:  রসিদ আলি দিবস কবে পালিত হয়? 


উত্তর: ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি।


প্রশ্ন: রাওলাট আইন কবে পাশ হয়?

 

উত্তর: ১৯১৯ খ্রিঃ।


প্রশ্ন: রাখিবন্দন উৎসব কে প্রবর্তন করেন? 


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন? 


উত্তর: উপরাষ্ট্রপতি।


প্রশ্ন:  রাজ্যপালকে কে নিযুক্ত করেন?


উত্তর: রাষ্ট্রপতি।


প্রশ্ন:  রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনােনীত হন?


উত্তর: ১২ জন।


প্রশ্ন:  রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?


উত্তর: উপরাষ্ট্রপতি।



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area