Bangla to English Translation PDF Book - ইংরেজি থেকে বাংলা অনুবাদ - Clerkship Main | WBCS | ICDS | WBP SI | Miscellaneous

Bangla to English Translation PDF Book: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদ PDF Book থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bangla to English Translation PDF Book. নিচে ইংরেজি থেকে বাংলা অনুবাদ PDF Book টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Bangla to English Translation PDF Book টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


Bangla to English Translation PDF Book - ইংরেজি থেকে বাংলা অনুবাদ - Clerkship Main | WBCS | ICDS | WBP SI | Miscellaneous


Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. 


উত্তর: সততা একটি মহৎ গুণ। যদি তুমি অপরকে প্রতারিত না কর,যদি তুমি মিথ্যা কথা না বল; অন্যের সঙ্গে আচরণে তুমি যদি কঠোরভাবে ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ মানুষ। সততা হল সর্বোত্তম পন্থা। একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হন।



Stealing is taking or keeping the property of another without the other’s permission. If your classmate leaves his fountain pen on the desk and you pocket it, you are stealing his property to which you have no right. If your friend lends you the cricket bat and you keep it, since he forgets to ask for it, you are dishonest.


উত্তর: চুরি করা হল বিনা অনুমতিতে অন্যের সম্পদ গ্রহণ করা বা রেখে দেওয়া। যদি তােমার সহপাঠী তার ঝরণা কলমটি ডেস্কের ওপর ফেলে যায় এবং তুমি তা পকেটস্থ কর, তাহলে তুমি তার সম্পত্তি চুরি করছ যাতে তােমার কোনাে অধিকার নেই। যদি তােমার বন্ধু তােমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় এবং সে চাইতে ভুলে গেছে বলে তুমি তা রেখে দাও, তাহলে তুমি অসৎ।



Jagadish Chandra Bose showed that there is no difference between the life of plants and animals. If we give the plants a blow they feel it and if we make them drink posion, they are affected by it like us. Like human beings they also sleep at night and wake up in the morning. They even die like men.


উত্তর: জগদীশ চন্দ্র বসু দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীদের জীবনের মধ্যে কোনাে পার্থক্য নেই। যদি আমরা গাছপালাদের আঘাত করি, তারা তা অনুভব করে এবং যদি আমরা তাদের বিষ পান করাই, এতে তারা আমাদের মতোই ক্ষতিগ্রস্ত হয়। মানুষের মতাে তারাও রাতে ঘুমােয় এবং সকালে জেগে উঠে। এমনকি মানুষের মতাে তারা মারাও যায়।



Once a mouse disturbed a lion in his sleep. The lion caught the mouse and was going to kill it; but it begged for pardon and was let go. Shortly after, the lion was caught in a strong net. Hearing his roar, the mouse came there and cut the ropes with its teeth. The lion became free.


উত্তর: একবার একটি ইঁদুর এক সিংহের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। সিংহটি ইদুরটিকে ধরে ফেলে এবং মারতে উদ্যত হল; কিন্তু ইঁদুরটি ক্ষমা ভিক্ষা করল এবং তাকে যেতে দেওয়া হল। কিছুকাল পরে, সিংহটি একটা শক্ত ফাঁদে ধরা পড়ল। তার গর্জন শুনে ইঁদুরটি সেখানে এল এবং দাঁত দিয়ে জালের দড়িগুলি কেটে ফেলল। সিংহটি মুক্ত হল।



Once upon a time two poor woodcutters were going home through a great forest. It was winter and the night was terribly cold. The snow lay thick upon the ground and upon the branches of the trees, and the river was still and silent, for it was quite frozen. It was so cold that the animals and birds did not know what to think about it.


উত্তর: একদা দুই গরিব কাঠুরে বিশাল এক বনের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছিল। তখন ছিল শীতকাল এবং রাতটা ছিল ভয়ংকর ঠান্ডা। মাটির ওপর এবং গাছের ডালে ঘন তুষার জমে ছিল। নদীটি ছিল স্থির ও নিঃশব্দ, কেননা নদীর জল পুরোপুরি জমে গিয়েছিল। শীত এতই তীব্র ছিল যে পশুপাখিরা কিছু বুঝে উঠতে পারছিল না।



Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons. 


উত্তর: ছাত্রজীবন হল ভবিষ্যতের জন্য প্রস্তুতির পর্ব। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন ছাত্র আজ তরুণ। কিন্তু আগামী দিনে সে একজন পূর্ণবয়স্ক মানুষ হবে। তার বিভিন্ন কর্তব্য রয়েছে। তার উচিত সেগুলি সঠিকভাবে পালন করা। একজন ছাত্র হিসাবে, তার প্রথম কর্তব্য হল পড়াশোনা করা এবং শেখা। পড়াশোনার ব্যাপারে তার যত্নবান হওয়া উচিত।


Also Read:



Bangla to English Translation PDF Book - ইংরেজি থেকে বাংলা অনুবাদ - Clerkship Main | WBCS | ICDS | WBP SI | Miscellaneous



Download Bangla to English Translation PDF Book - ইংরেজি থেকে বাংলা অনুবাদ - Clerkship Main | WBCS | ICDS | WBP SI | Miscellaneous


File Details:-

File Name:- Bangla to English Translation [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area