বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক - Books And Authors Of Bengali Literature

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Books And Authors Of Bengali Literature PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক PDF. নিচে Books And Authors Of Bengali Literature PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক - Books And Authors Of Bengali Literature



1. ‘রক্তকবরী’ কার লেখা?

[A] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

[D] সুকুমার রায়


Answer: [B] রবীন্দ্রনাথ ঠাকুর


2. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়__

[A] অপরাজিতা

[B] ভিখারিনী

[C] দেনা পাওনা 

[D] সোনারতরী


Answer: [A] অপরাজিতা


3. নিচের কোনটি সঠিক নয়?

[A] শ্রীকান্ত – ইন্দ্রনাথ 

[B] দুর্গেশ নন্দিনী – তিলোত্তমা

[C] পথের দাবি – সব্যসাচী

[D] কৃষ্ণকান্তের উইল – মহেশ 


Answer: [D] কৃষ্ণকান্তের উইল – মহেশ 


4. ‘পথের পাঁচালি’ _____

[A] রবীন্দ্রনাথ ঠাকুর

[B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

[C] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[D] বিভূতিভূষণ বন্দোপাধ্যায়


Answer: [D] বিভূতিভূষণ বন্দোপাধ্যায়


5. ‘ভিখারিনী’ কার লেখা প্রথম ছোট গল্প? 

[A] মধুসুধন দত্ত

[B] সমরেশ বসু

[C] সুকুমার রায়

[D] রবীন্দ্রনাথ ঠাকুর


Answer: [D] রবীন্দ্রনাথ ঠাকুর


6. নিম্নলিখিত কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয়__

[A] মেঘনাদ বধ 

[B] বীরঙ্গনা কাব্য

[C] শকুন্তলা

[D] পদ্মাবতী


Answer: [C] শকুন্তলা


7. “অবাক জলপান” লিখেছেন___

[A] বিমল মিত্র

[B] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[C] সমরেশ বসু

[D] সুকুমার রায়


Answer: [D] সুকুমার রায়


8. সত্যজিৎ রায় লিখেছেন__

[A] হাঁসুলী বাকের উপকথা

[B] পথের পাঁচালি 

[C] দুর্গেশ নন্দিনী

[D] সোনার কেল্লা


Answer: [D] সোনার কেল্লা


9. ‘অগ্নিবীণা’ কার লেখা___

[A] ঈশরচন্দ্র বিদ্যাসাগর

[B] মধুসুদন দত্ত

[C] কাজী নজরুল ইসলাম

[D] জীবনানন্দ দাস


Answer: [C] কাজী নজরুল ইসলাম


10. ‘অরণ্যের অধিকার’ ___

[A] সুকুমার রায়

[B] সত্যজিৎ রায়

[C] মহাশ্বেতা দেবী

[D] কালী প্রসন্ন সিংহ


Answer: [C] মহাশ্বেতা দেবী


11. ‘রূপসী বাংলা’ কার সঙ্গে সম্পর্কিত?

[A] সুকুমার রায়

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] সমরেশ বসু

[D] জীবনানন্দ দাস


Answer: [D] জীবনানন্দ দাস


12. ‘হাঁসুলী বাকের উপকথা’ লিখেছেন __

[A] মানিক বন্দোপাধ্যায়

[B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[C] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[D] বিভূতিভূষণ বন্দোপাধ্যায়


Answer: [C] তারাশঙ্কর বন্দোপাধ্যায়


13. প্রথম বাংলা উপন্যাসটি কে লিখেছেন?

[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

[D] বিভূতিভূষণ বন্দোপাধ্যায়


Answer: [C] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়


14. ‘পদাতিক’ লিখেছেন __

[A] তারাশঙ্কর বন্দোপাধ্যায়

[B] সুভাষ মুখোপাধ্যায়

[C] প্রেমেন্দ্র মিত্র

[D] মাইকেল মধুসূদন দত্ত


Answer: [B] সুভাষ মুখোপাধ্যায়


15. নিচের কোনটি ঈশরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয়?

[A] সীতার বনবাস 

[B] বর্ণপরিচয়

[C] কথামালা

[D] হ য ব র ল


Answer: [D] হ য ব র ল


16. ‘দেবদাস’ কার লেখা __

[A] বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়

[B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] সত্যজিৎ রায়


Answer: [B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


17. ‘হুতুম প্যাচার নকশা’ লিখেছেন ____

[A] মধুসূদন দত্ত

[B] সুকুমার রায়

[C] কাজী নজরুল ইসলাম 

[D] কালী প্রসন্ন সিংহ


Answer: [D] কালী প্রসন্ন সিংহ


18. ‘ছাড়পত্র’ কার লেখা__

[A] সুকান্ত সেন

[B] সুকান্ত ভট্টাচার্য

[C] সুকুমার রায়

[D] সত্যজিৎ রায়


Answer: [B] সুকান্ত ভট্টাচার্য


19. ‘আবোল তাবোল’ লিখেছেন __

[A] সত্যজিৎ রায়

[B] সমরেশ বসু

[C] সুকুমার রায়

[D] জীবনানন্দ দাস


Answer: [C] সুকুমার রায়


20. নিম্নলিখিত কোনটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা নয়__

[A] পথের পাঁচালি

[B] আরণ্যক

[C] চাঁদের পাহাড়

[D] পথের দাবি


Also Read:



বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক - Books And Authors Of Bengali Literature



Download বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক - Books And Authors Of Bengali Literature PDF


File Details:-

File Name:- বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ ও লেখক [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area