WBPSC Food SI Practice SET-3 PDF Download in Bengali

WBPSC Food SI Practice SET PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় WBPSC Food SI Practice SET PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC Food SI Practice SET PDF. নিচে WBPSC Food SI Practice SET PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। WBPSC Food SI Practice SET PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


WBPSC Food SI Practice SET-3 PDF Download in Bengali



1.ফিফা U-17 বিশ্বকাপ ফাইনাল কোথায় হছিল ? 


(a) চেন্নাই   (b) মুম্বাই   (c) দিল্লী    (d) কলকাতা


2.“ওয়ার এন্ড পিস” গ্রন্থটির লেখক কে? 


(a) লিও তলস্তয়    (b) জন মিলটন   (c) শেক্সপিয়ার    (d) চেতন ভগৎ


3.আসামের রাজধানীর নাম কি ? 


(a) কোহিমা    (b) ইটানগর (c) শিলং    (d) দিসপুর


4.ভিভোর ব্রান্ড অ্যাম্বাসেডর কে ? 


(a) আমীর খান    (b)  শাহরূখ খান (c) সলমন খান    (d)  সইফ আলি খান


5.নীতি আয়োগের সভাপতি কে ? 


(a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c)  সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি (d) উপরাষ্ট্রপতি


6.নোবেল গ্যাসগুলি পর্যায় সারনীর কোন শ্রেনীতে আছে ? 


(a) প্রথম শ্রেণী (b) সপ্তম শ্রেনী (c) দ্বিতীয় শ্রেনী (d) শুন্য শ্রেনী


7.২০১৪ বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে?   


(a) আমেরিকা   (b) যুগোস্লাভিয়া    (c) স্পেন    (d) ইংল্যান্ড


8.২০১৮ সালে পুরুষ বিভাগে কে ফরাসী ওপেন জয় করেছেন?   


(a) নোভাক ডাকোভিচ  (b) রাফায়েল নাদাল   (c) রজার ফেডেরার    (d) অ্যান্ডি মারে


9.রক্তের ph মান কত?   


(a) 7.35    (b) 6.35   (c) 5.35    (d) 4.35


10.বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার ব্রান্ড অ্যাম্বাসেডর কে?   


(a) সাক্ষী মালিক    (b) পি ভি সিন্ধু   (c) অমিতাভ বচ্চন     (d) আমির খান


11.আসাম রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর কে?


(a) শর্মিলা চানু  (b) দীপা কর্মকার   (c) মেরী কম     (d)  হিমা দাস।


12.বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বোজেস কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ?   


(a) ফ্লিপকার্ট  (b) অ্যামাজন    (c) মাইক্রোসফট    (d) অ্যাপল


13.ICC র বর্তমান চেয়ারম্যান কে? —   


(a) ডেভিড রিচার্ডসন   (b) শ্রীনিবাসন   (c) জগমোহন ডালমিয়া     (d) শশাঙ্ক মনোহর


14.এশিয়ান গেমস ২০১৮ সোনাজয়ী নীরজ চোপড়া কোন বিভাগে পদক পেলেন?   


(a) ট্রিপল জাম্প   (b) শট পাট    (c) জ্যাভলিন থ্রো    (d) এয়ার রাইফেল


15.২০১৮ এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি স্বর্ন পদক পেয়েছে?  


(a) 8   (b) 12   (c) 15    (d) 17


16.সোডিয়াম এর পারমানবিক ক্রমাঙ্ককত ? 


(a) ১০   (b) ১১    (c) ১২     (d) ১৩


17.জিঙ্কের Zn এর পারমানবিক সংখ্যা কত?   


(a) ৬  (b) ২০   (c) ২৬    (d) ৩০


18.মায়ানমারের রাজধানীর নাম কি?   


(a) ইয়াঙ্গন  (b) নেপিতাউ   (c) মান্দালয়    (d) কোনটি না


19.ইতালির মুদ্রার নাম কি ?    


(a) ডলার (b) রূপি   (c) লিরা    (d) ইউরো


20.অষ্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি?   


(a) গন্ডার (b) জিরাফ   (c) ক্যাঙারু    (d) পান্ডা



21.ভুটানের জাতীয় পশুর নাম কি?    


(a) টাকিন (b) গরু    (c) গন্ডার    (d) চিতাবাঘ


22.শ্রীলঙ্কায় কোন ধর্মের মানুষের বাস প্রায় ৭০ % ?    


(a) বৌদ্ধ (b) হিন্দু   (c) খ্রীষ্টান     (d) মুসলিম


23.২৮ সেপ্টেম্বর ২০১৮ সালে ভয়াবহ ভুমিকম্প এবং সুনামির কারনে পালু শহরে সহস্রাধিক লোকের মৃত্যু হয়েছে, পালু কোন দেশের শহর ? 


(a) থাইল্যান্ড (b) ইন্দোনেশিয়া   (c) ভিয়েতনাম    (d) মালদ্বীপ


24.২০১৭ নভেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কোন কন্যা হায়দ্রাবাদে এসেছিলেন ?    


(a) ইভাঙ্কা ট্রাম্প (b) ইলিনা ট্রাম্প   (c) মেলিনা ট্রাম্প    (d) সেলিনা ট্রাম্প


25.গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী কে?    


(a) বিজয় রুপানি (b)  কে চন্দ্রশেখর রাও  (c) বসুন্ধরা রাজে    (d) সিবরাজ সিং চৌহান


26.২০১৭ সালে সাহিত্যের জন্য কে জ্ঞানপিঠ পুরষ্কার পেয়েছেন ?    


(a) শঙ্করা কুরুপ    (b) শঙ্খ ঘোষ   (c) কৃষ্ণা সোবতি    (d) রঘুবীর চৌধুরী


27.২০১৭ সালে কে সাহিত্য একাদেমী পুরষ্কার পেয়েছেন ?   


(a) আফসার আহমেদ (b) নৃসিঙ্ঘপ্রসাদ ভাদুড়ী    (c) বানী বসু    (d) শঙ্খ ঘোষ



28.ভারতের কোন সিনেমাটি ২০১৮ সালের অস্কার পুরষ্কারের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে ?    


(a) ভিলেজ রকস্টার (b) বাহুবলী   (c) সুই ধাগা    (d) পদ্মাবত


29 পঙ্কজ আদবানী কোন খেলার সাথে যুক্ত ?   


(a) বিলিয়ার্ডস (b) হকি   (c) গলফ    (d) দাবা


30 লুঙ্গি নিধি কোন খেলার সাথে যুক্ত?    


(a) ক্রিকেট (b) হকি   (c) গলফ    (d) ফুটবল


31.কার ফর্মূলা Ca(OH)2 ?    


(a) কলিচুন  (b) পোড়াচুন   (c)  খাবার সোডা   (d) কাপড় কাঁচা সোডা


32.মানব শরীরের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?    


(a) স্টেপিস (b) মেলিয়াস   (c) ইনকাস    (d) ফিমার



33.লোহিত রক্তকনিকার আয়ুষ্কাল কত ?    


(a) ৭২ ঘন্টা  (b) ৩ দিন   (c) ১৪-১৫ দিন     (d) ১২০ দিন



34.অক্সিজেনের আনবিক ভর কত?


(a) ৬ (b)  ৮  (c) ১২    (d) ১৬


35.ভারত এবং চীনের সীমান্ত রেখার নাম কি?


 (a) ম্যাকমোহন রেখা (b) র‌্যাডক্লিফ লাইন   (c) ডুরান্ড লাইন    (d) কোনটি না


36.কোন টিম ২০১৮ সালে IPL চ্যাম্পিয়ন হয়েছে ? 


(a) মুম্বাই ইন্ডিয়ানস (b) সানরাইজ হায়দ্রাবাদ   (c) রাজস্থান রয়ালস    (d) চেন্নাই সুপার কিং



37.ঝাড়খণ্ডের বর্তমানমুখ্যমন্ত্রীর নাম কি ?


(a) পবন চামলিং (b) বিপ্লব দেব    (c) নেফিউ রিও    (d) রঘুবর দাস।


38.এশিয়া কাপ ২০১৮, কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে ?


(a) ভারত (b) পাকিস্তান   (c) বাংলাদেশ    (d) শ্রীলংকা


39.রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে ?


(a)  উর্জিত প্যাটেল     (b) রঘুরাম রাজন (c) অরুন্ধতী ভট্টাচার্য্য    (d) ডি সুব্বারাও


40.২০১৮ ফেমিনা মিস ইন্ডিয়া অ্যাওয়ার্ড কে পেয়েছেন?


(a) মানসী চিল্লার (b) মীনাক্ষী চৌধুরী   (c)  লারা দত্ত   (d) অনুকৃতি ভ্যাস।


41.খেলো ইন্ডিয়া স্কুল গেমসে ২০১৮ সালে কোন রাজ্য প্রথম হয়েছে ?  


(a) পাঞ্জাব   (b) রাজস্থান   (c) গুজরাট    (d) হরিয়ানা



42.ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি কে? 


(a) শিনোজা আবে (b) টেরিসা মে   (c) হাসান রোহানি    (d) এমান্যুয়েল ম্যাক্রো



43.রজনীশ কুমার কোন ব্যাঙ্কের চেয়ারম্যান ? 


(a) UBI   (b) IDBI   (c) UCO    (d) SBI


44.পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজনৈতিক দলের নেতা? 


(a)  তেহরিক ই ইন্সাফ (b) পাকিস্তান মুসলীম লীগ   (c) পিপলস পার্টি    (d) আওয়ামী ন্যাশনাল পার্টি



45.ফিটকিরির রাসায়নিক সংকেতকি?


(a) Ca(OH)2   (b) CuSO4    (c) Ca(OCl)Cl    (d) KAl(SO4)2


46.১ অশ্বশক্তি= কত ওয়াট ? 


(a) 745 W   (b) 746 W   (c) 776 W    (d) 786 W


47.শক্তিরI. একক কি?


(a) বি.টি.উই    (b) আর্গ   (c) জুল    (d) ওয়াট


48.2018 সালের জাতীয় চলচ্চিত্র উৎসবে কোন ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে? 


(a) ভিলেজ রকস্টার (b) বাহুবলী   (c) সুই ধাগা    (d) পদ্মাবত


49.কোন মাধ্যমে সর্বাধিকশব্দের গতিবেগ সর্বাধিক? 


(a) কঠিন (b)  তরল  (c) গ্যাসীয়    (d) শুন্য মাধ্যম


50.জলের অনুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত ?     


(a) 1:8   (b) 2:1   (c) 8:1    (d) 1:4


51.হিটারের তার কোন ধাতুর তৈরি ? 


(a) অ্যালুমিনিয়াম   (b) তামা   (c) নাইক্রোম    (d) টাংস্টেন


52.কোন নদীকে বলা হয় ‘বিহারের দুঃখ’ ? 


(a) যমুনা (b) কোশী   (c) দামোদর    (d) গঙ্গা


53.ভারতের রেলওয়ে বোর্ড কত সালে স্থাপিত হয় ? 


(a) ১৮০০ (b) ১৮৫৮   (c)  ১৯০০   (d) ১৯০৫


54.ভারতের কোন রাজ্যে রেল লাইনের পরিমান সবচেয়ে বেশী ?


(a) রাজস্থান (b) বিহার    (c) মধ্য প্রদেশ    (d) উত্তর প্রদেশ


55.কেন্দ্রীয় সরকারের মোট কার্মচারীদের কত শতাংশ রেলে কর্মরত ?  


(a) ১৯%    (b)  ৮৯%   (c)  ৫৯%    (d) ৪৯%


56.কে বলেছিলেন –‘জয় জওয়ান, জয় কিষান’ ?


(a) বাল গঙ্গাধর তিলক   (b) বিপিন চন্দ্র পাল   (c)   ভগৎ সিং  (d) লাল বাহাদুর শাস্ত্রী


57.ভারতের কোন রাজ্য দুগ্ধ উৎপাদনে প্রথম ?


(a) উত্তরপ্রদেশ (b) মহারাষ্ট্র   (c)  হরিয়ানা   (d) তামিলনাড়ু


58.মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ?   


(a) ২২ টি (b) ২৩ টি   (c)  ২২ জোড়া   (d) ২৩ জোড়া


59.I. পদ্ধতিতে বিভব প্রভেদের একক কি ?    


(a)  কুলম্ব  (b) জুল   (c) আর্গ   (d) ভোল্ট


60.ভূপেন হাজারিকা পুরষ্কার ২০১৭ কে পেয়েছিলেন ?    


(a) ইশে দর্জি ঠংশী (b)  ইন্দ্রা গোস্বামী  (c)  মিত্রা ফুকান   (d) অর্নব ডেকা


61.আইফা অ্যাওয়ার্ড ২০১৮ তে শ্রেষ্ঠ সিনেমার পুরষ্কার পেয়েছে কোন সিনেমা ?    


(a) দঙ্গল (b) তুমহারি সুলু (c) ভিলেজ রকস্টার    (d) পদ্মাবত


62.আধুনিক পর্যায় সারনীর শেষ মৌল কোনটি ?   


(a) ununtrium, (b) ununpentium,   (c) , ununseptium    (d) ununoctium


63.২০১৭ সালে রাষ্ট্রীয় শিশু ফিল্ম পুরষ্কার কোন সিনেমা পেয়েছে ? 


(a) ধনক (b) চিল্লার  পার্টি  (c) জঙ্গল বুক       (d) হামি


64.২০১৮ সালে বিরাট কোহলির সাথে আর কে রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার কে পেয়েছেন ?     


(a) দীপা কর্মকার   (b) মেরী কম   (c)  মীরাবাঈ চানু   (d) পি ভি সিন্ধু


65.বাবর আর ইব্রাহিম লোধীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?    


(a) ১৫২৬   (b) ১৫৫৬   (c)  ১৭৬১   (d) ১৭৬৪


66.১৯ তম আইফা অ্যাওয়ার্ড জুন ২০১৮, কোন দেশে অনুষ্ঠিত হল ? 


(a) থাইল্যান্ড (b) মালয়শিয়া (c) সিঙ্গাপুর    (d) শ্রীলংকা


67.যে মৌলের কক্ষে ইলেকট্রন সজ্জা 2,8,7 সেই মৌলের নাম কি ?    


(a) ক্লোরিন (b) সালফার   (c) ফসফরাস    (d) সিলিকন


68.২ মোল অক্সিজেনের ওজন কত গ্রাম ?   


(a)  ৮ গ্রাম  (b) ১৬ গ্রাম   (c) ৩২ গ্রাম    (d) ৬৪ গ্রাম


69.২ মোল জল = কত গ্রাম জল ?    


(a) ১৮ (b) ২৪   (c) ৩২    (d) ৩৬


70.একটি স্থির বস্তুর ভর ৫ গ্রাম, বস্তুটির উপর কত ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির বেগ ২ সেকেন্ড পর ১০ সেমি/ সেকেন্ড হবে?  


(a) ৫ ডাইন   (b) ১০ ডাইন   (c) ১৫ ডাইন    (d) ২৫ ডাইন


71.৫ মি/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর ভর ৫ গ্রাম, বস্তুটির উপর কত ডাইন বল প্রয়োগ করলে বস্তুটি ৫ সেকেন্ডে স্থির হবে?   


(a) ৫ ডাইন   (b) ১০ ডাইন   (c) ১৫ ডাইন    (d) ২৫ ডাইন


72. ২০ কেজী ভরের একটি স্থির বস্তুর উপর ২০০ নিউটন বল প্রয়োগ করলে ৫ মিনিট পর বস্তুটির বেগ কত হবে ?    


(a) ৩ কিমি/সে (b) ৪ কিমি/সে  (c) ৫ কিমি/সে (d) ৬ কিমি/সে


73.৪০০০ টাকার, ৫% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, ?   


(a) ৩১০ (b) ৩৩১   (c)  ৪১০   (d) ৫১০


74.৬৯ জন একটি কাজ ৬ দিনে করলে, ২৩ জনে ঐ কাজ কতদিনে করবে ?    


(a) ১৮ (b)  ১৩৮ (c) ৪৬    (d) ২


75.ঘড়িতে যখন ১২ টা ৩০ বাজে, তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোন কত ডিগ্রী হবে ?    


(a) ১৮০   (b) ১৬৫   (c) ১৭৫     (d) ১৭০


76.এক ব্যক্তি ৬৮০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমান লাভ হয়, ৪০০ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমান ক্ষতি হয়।দ্রব্যটির ক্রয়মূল্য কত ?    


(a) ৫০০ (b)  ৪২৫ (c) ৫৩০    (d) ৫৪০


77.10816 এর বর্গমূল কত ?    


(a) ১০১ (b) ১০২ (c) ১০৩    (d) ১০৪


78.Meghalaya: shilong :: Bihar :    


(a)  লক্ষনৌ (b) কাশী  (c) গয়া    (d) পাটনা


79.R13 P14 N15 L16 ?    


(a) J16    (b) K17   (c)  J17   (d) K16


80.এই সিরিজের মিডিয়ান কত ? 15, 21, 24, 12, 13, 18, 20


(a) ১২ (b) ১৮ (c)  ১৫   (d) ২৪


81.এই সিরিজের মোড কত? 2, 3, 5, 5, 6, 7, 5, 3, 3, 2, 12, 2, 5, 1


(a) ২ (b) ৩ (c)  ৫   (d) ১২


82.আজ যদি শনিবার হয়, তবে ৭১ দিন পর কি বার হবে?   


(a) শনিবার    (b) রবিবার    (c)  বুধবার   (d) শুক্রবার।


83.২০১৮ সালের ক্যালেন্ডার ঠিক আবার কোন বছরে ফিরে আসবে ? 


(a) ২০২৪ (b) ২০২৯ (c)  ২০৩২   (d) ২০৪৬


84.২, ৯, ২৯, ৬৫, ?  ——


(a) ২১৬  (b) ২১৭   (c) ২১৮    (d) ২১৯


85.১, ২, ৩, ৫, ৮, ১৩, ?——


 (a) ১৯ (b) ২০ (c)  ২১   (d) ২২


86.যদি একটি ৩৬ মিটার টাওয়ারের ছায়া ৪৪ মিটার হয়, তবে ঐ একই সময়ে একটি ১৪৪ মিটার দির্ঘ টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে ?    


(a) ১৪৬ (b) ১৭৬ (c) ২০৬    (d) ২৯৬


87.√৬ = ?    


(a) ২.৮২ (b) ২.৪৫ (c) ২.২৪    (d)২.৬৪


88.১ লা নভেম্বর ২০২০ তে কি বার হবে ?    


(a) রবি (b) সোম (c) মঙ্গল    (d) বুধ


89.বার্ষিক ১০% সরল সুদে ৩ বছর পর কোন টাকার সুদ ১৫০ টাকা হলে, আসল কত ?   


(a) ১০০   (b) ৩০০   (c)  ৪০০   (d) ৫০০


90.বার্ষিক ৪% সুদে ১২৫০ টাকার ২ বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? 


(a) ২ (b)  ৩ (c) ৪    (d) ৫


91.প্লাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখল যে ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে ৮ সেকেন্ডে অতিক্রম করল। তাহলে ট্রেনের গতিবেগ কত ? 


ক) ১৮ কিমি/ঘ      খ) ৩৬ কিমি/ঘ       গ) ৪২ কিমি/ঘ      ঘ)  ৪৮ কিমি/ঘ


92.২৩+১৩=৯, ৪৫+১০=১০ এবং ৭১+১২=১১ হলে ৬২+৩২=? 


ক) ৯৪      খ) ১১০      গ) ১২     ঘ)   ১৩


93.একটি বস্তু ১২০ টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা ২০ টাকা ক্ষতি হয় । ১৮০ টাকায় ঐ বস্তুটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? 


ক) ২৫% লাভ                     খ) ২৫% ক্ষতি                 গ) ২০% ক্ষতি                 ঘ)   লাভ ২০%



94.দুটি ধনাত্বক সংখ্যার অনুপাত ৪;৭ এবং তাদের গুনফল ১০০৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত ?       


ক) ৪৫               খ) ৪৪                  গ) ৪২             ঘ)  ৫৪


95.If EDUCATION = MNHSADVEF , then the value of HIMALAYAN = ?   


ক)MZXZMZLHG   খ)AYANKAMIH        গ)MZMAMAYNI     ঘ) MZXZLBNJI


96.সিরিজের পরবর্তী সংখ্যাটি কত ? ২, ৫, ১০, ১৭, ২৬, ?


ক) ২৯        খ) ৩১      গ) ৩৫     ঘ)   ৩৭


97.০.৯, ০.০৯, ০.০০৯ এর ল.সা.গু. কত ? 


ক) ০.৯           খ) ০.০৯               গ) ০.০০৯     ঘ)  ৯


98.একটি সংখ্যাকে প্রথমে ২০% বাড়ানো হল, তারপর আবার ৩৭.৫% বাড়ানো হল। এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হল ? 


ক) বৃদ্ধি ৭৫%              খ) বৃদ্ধি ৪৫%          গ) বৃদ্ধি ৬৫%       ঘ)   বৃদ্ধি ৪০%


99.PERFECT= UDFGSFQ হলে VAMPIRE = ?  


(a) FTJQNBW           b) FSJQNCW           c)  FSJQLBW                   d) FSJQNBW


100.বিবৃতিঃ ১) সব মাটি জল     ২) কোন আকাশ জল না    —    সিদ্ধান্তঃ ১) কোন মাটি জল না    ২) কিছু আকাশ জল     


 (a) সিদ্ধান্ত ১ সঠিক   (b) সিদ্ধান্ত ২ সঠিক     (c) সিদ্ধান্ত ১ ও ২সঠিক      (d) সিদ্ধান্ত ১ ও ২ ভুল


WBPSC Food SI Practice SET-3 PDF Download in Bengali


Also Read:





WBPSC Food SI Practice SET-3 PDF Download in Bengali



Download WBPSC Food SI Practice SET PDF


File Details:-

File Name:- WBPSC Food SI Practice SET [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area