প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF - History Of Ancient India Questions And Answers

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF. নিচে প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF - History Of Ancient India Questions And Answers



1. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?

উওর- 16 টি।


2. ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল?

উওর- বৃজি ও মল্ল।


3. দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি?

উওর- অস্মক।


4. কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উওর- বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ।


5. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উওর- বিম্বিসার।


6. বিম্বিসারের উপাধি কি ছিল?

উওর- শ্রেনিক।


7. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?

উওর- গিরিব্রজ।


8. হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর  উপাধি  কি ছিল?

উওর- কুনিক।


9. কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন?

উওর- উদয়ীন।


10. হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন?

উওর- নাগ দশক।


11. হর্ষঙ্ক  বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন? 

উওর- শিশুনাগ।


12. শিশুনাগের রাজধানী কোথায় ছিল?

উওর- বৈশালী।


13. শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উওর- কালাশোক।


14. শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল?

উওর- নন্দ বংশ।


15. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওর- মহাপদ্ম নন্দ।


16. “দ্বিতীয় পরশুরাম” কাকে বলা হয়?

উওর- মহাপদ্ম নন্দ কে।


17. মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে  ভূষিত করা হয়?

উওর- একরাট ও সর্বক্ষত্রান্তক।


18. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?

উওর- মহাপদ্ম নন্দ কে।


19. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উওর- ধননন্দ।


20. কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন?

উওর- ধননন্দ।


21. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?

উওর- চন্দ্রগুপ্ত মৌর্য কে।


22. গ্রিক লেখকদের বর্ণনায় কাকে ‘সান্ড্রোকোট্টাস’ নামে অভিহিত করা হয়েছে?

উওর- চন্দ্রগুপ্ত মৌর্য কে।


23. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওর- পুষ্যমিত্র শুঙ্গ ।


24. কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল?

উওর- পারসিক।


25. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?

উওর- 327 খ্রিস্টপূর্বাব্দে।


26. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?

উওর- বিশাখদত্ত।


27. ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

উওর- শাকল/ শিয়ালকোট।


28. কুষান রা কোন জাতির শাখা?

উওর- ইউ-চি।


29. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

উওর- কণিষ্ক


30. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উওর- সিমুক।


31. নাসিক প্রশস্তি কে রচনা করেন?

উওর- গৌতমি বলশ্রী।


32.  সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন?

উওর- প্রথম সাতকর্ণী।


33. শকাব্দ কে কবে প্রবর্তন করেন?

উওর- 78 খ্রীঃ কনিষ্ক।


34. ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওর- বিম কদফিসিস।


35. কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন?

উওর- কুষাণ বংশের রাজারা।


36. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?

উওর- কণিষ্ক।


37. কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

উওর- বৌদ্ধ।


38. সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?

উওর- প্রতিষ্ঠান।


39. সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল?

উওর- সোপারা।


40. কোন বংশের রাজাদের পুরাণে “অন্ধ্যভৃত্য” বলে বর্ণনা করা?

উওর- সাতবাহন রাজাদের।


41. “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা?

উওর- হলা।


42. “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা?

উওর- গুণাঢ্য।


43. “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয়?

উওর- স্কন্ধগুপ্ত।


44. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উওর- প্রথম কুমার গুপ্ত।


45. কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” উপাধি গ্রহণ করেছিলেন?

উওর- সমুদ্র গুপ্ত।


46. “ভারতের নেপোলিয়ন” কাকে বলা হয়?

উওর- সমুদ্র গুপ্ত কে।


47. কোন গুপ্ত সম্রাটকে “শত যুদ্ধের নায়ক”  বলা হয়?

উওর- সমুদ্রগুপ্ত।


48. গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল?

উওর- গরুড়।


49. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল?

উওর- সংস্কৃত।


50. ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?

উওর- তামিলনাড়ুর পাল্লাভারাম।


51. তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রাগৈতিহাসিক যুগের একটি হাতকুঠার আবিষ্কার করেছিলেন?

উওর- রবার্ট ব্রুস ফুটি, 1863 খ্রিস্টাব্দে।


52. কোন যুগের মানুষ  আগুন  আবিষ্কার করেছিল?

উওর- প্রাচীন প্রস্তর যুগের মানুষ।


53. নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন?

উওর- ভি.গর্ডন‌ চাইল্ড।


54. হরপ্পা সভ্যতার কোথায় অগ্নি বেদী (Fire Altars) আবিষ্কৃত হয়েছে?

উওর- কালিবঙ্গান ও লোথাল।


55. কালিবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে?

উওর- 7টি।


56. হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে?

উওর- ধোলাভিরা।


57. ধোলাভিরা কোথায় অবস্থিত?

উওর- ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত।


58. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়?

উওর- লোথাল (কার্পাস উৎপাদনে প্রধান কেন্দ্র হওয়ার কারণে)।


59. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

উওর- মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চল।


60. আর্যদের আদি বাসস্থান মধ্যএশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন?

উওর- ঐতিহাসিক ম্যাক্সমুলার।


61. সামবেদের উপবেদের  নাম কি?

উওর- গান্ধর্ব বেদ।


62. গান্ধর্ব বেদের বিষয়বস্তু কি?

উওর- সঙ্গীত কলা।


63. “আর্য” শব্দটির আক্ষরিক অর্থ কি?

উওর- সদ্বংশজাত।


64. মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন?

উওর- জাম্বিকগ্রামে।


65. মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন?

উওর- ঋজুপালিকা নদী।


66. মহাবীর জৈন কোন গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন?

উওর- শাল গাছের নিচে।


67. মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিলেন?

উওর- 42 বছর বয়সে।


68. কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল?

উওর- মহাকাশ্যপ।


69. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উওর- কাশ্মীরের কুন্দলবন, 72 খ্রিষ্টাব্দে।


70. কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

উওর- কুষাণ সম্রাট কনিষ্ক।


71. চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?

উওর- বসুমিত্র।


72. বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন?

উওর- অশ্বঘোষ।


73. কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল?

উওর- চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।


74. কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন?

উওর- হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার।


75. ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সূতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?

উওর- কাশী মহাজনপদ।


76. কাশী মহাজনদের রাজধানী কোথায় ছিল?

উওর- বারাণসী।


77. ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্র হিসাবে বিখ্যাত ছিল?

উওর- কাশী মহাজনপদ।


78. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?

উওর- শশাঙ্ক।


79. প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন?

উওর- মহাসেন গুপ্ত।


80. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

উওর- কর্ণসুবর্ণ।


81. বাংলার কোন নরপতি “নরেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন?

উওর- শশাঙ্ক।


82. কোন গ্রন্থে শশাঙ্ককে “গোড়াধম” ও ” গৌড়ভুজঙ্গ” নামে ভূষিত করা হয়েছে?

উওর- হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের “হর্ষচরিত” গ্রন্থে।


83. হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ কে কবে প্রচলন করেছিলেন?


উওর- হর্ষবর্ধন, 606 খ্রীষ্টাব্দ।


84. হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন?

উওর- 606 খ্রীষ্টাব্দ।


85. “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কার লেখা?

উওর- হর্ষবর্ধন।


86. “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কোন ভাষায় লেখা?

উওর- সংস্কৃত ভাষায়।


87. ওদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন

উওর- গোপাল।


88. ওদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল?

উওর- বর্তমান বিহারের নালন্দা জেলার বিহার শরিফ।


89. ওদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন?

উওর- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।


90. “বিক্রমাংকদেবচরিত গ্রন্থটি কে রচনা করেন?

উওর- বিল্হন।


91. বিল্হন কোন রাজার সভাকবি ছিলেন?

উওর- কল্যাণে চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।


92. পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উওর- প্রথম মহিপাল।


93. কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উওর- দ্বিতীয় মহিপাল।


94. কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?

উওর- রামপাল।


95. কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওর- দিব্য/দিব্বোক।


96. “দানসাগর” ও “অদ্ভুতসাগর” গ্রন্থ দুটি রচনা করেছিলেন?

উওর- বল্লাল সেন।


97. বাংলার কোন রাজা “অরিরাজ-মর্দন-শংকর” উপাধি গ্রহণ করেছিলেন?

উওর- লক্ষণ সেন।


98. কোন পল্লব রাজা “বাতাপিকোন্ডা” উপাধি গ্রহণ করেছিলেন?

উওর- প্রথম নরসিংহ বর্মন।


Also Read:




প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF - History Of Ancient India Questions And Answers



Download প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF


File Details:-

File Name:- প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area