Environment Studies MCQ in Bengali - পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

Environment Studies MCQ in Bengali - পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

Environment Studies MCQ in Bengali - পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর


Environment Studies MCQ in Bengali - পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর



1. বাতাসে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?


উত্তর: নাইট্রোজেন।


2. বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত ?


উত্তর: 78.08 % 


3. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমান কত ?


উত্তর: 20.60 %


4. বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান কত ?


উত্তর: 0.003 % 


5. বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী ?


উত্তর: সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ।


6. প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি ?


উত্তর: কার্বন–ডাই অক্সাইড।


7. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?


উত্তর: 5 ই জুন।


8. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?


উত্তর: 7 ই এপ্রিল।


9. বিশ্ব AIDS দিবস কবে ?


উত্তর: 1st  December.


10. বিশ্ব- ক্যানসার দিবস কবে পালন করা হয় ?  


উত্তর:  4th   February


11. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয় ?


উত্তর:  জলাভুমিকে।


12. বায়ু মন্ডলের কোন স্তরে  ওজোন স্তর  দেখতে পাওয়া যায় ?


উত্তর: স্টাটোস্ফিয়ার।


13. ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষন করে ?


উত্তর: অতিবেগুনী রশ্মি।


14. কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?


উত্তর: ওজোন স্তর।


15. ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটি ?


উত্তর:  CFC (ক্লোরোফ্লুরো কার্বন)


16. ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা ?


উত্তর: ডবসন একক।


17. CFC এর ব্যবসায়ীক নাম কী ?


উত্তর: ফ্রেয়ন।


18. ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে ?


উত্তর: স্টাটোস্ফিয়ার।


19. ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিলো ?


উত্তর: 1984 সালে।


20. ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিলো ?


উত্তর: MIC  (মিথাইল আইসোসায়ানেট)


21. মন্ট্রিল প্রোটোকোল যে জন্য হয়েছিলো ?


উত্তর: ওজোন স্তরের ক্ষয় নিবারনের জন্য।


22. কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিলো ?


উত্তর: 1987 সালে। কানাডায়


23. মন্ট্রিল প্রোটোকল কতসালে হয়েছিলো ?


উত্তর: 1992 সালে


24. বসুন্ধরা সন্মেলন কোথায় হয়েছিলো ?


উত্তর: ব্রাজিলের রিও-ডি-জেনেরিও তে।


25. বাতাসে ভাসমান সুক্ষ্ম ধুলি কনা গুলি কী নামে পরিচিত ?


উত্তর: SPM (সাসপেন্ডেট পার্টিকুলেট ম্যাটার)।


26. বাতাসের SPM মাপতে ব্যবহার করা হয় ?  


উত্তর: হাই ভলিউম স্যাম্পলার।


27. ফুলের রেনুর ফলে কোন রোগ হয় ?


উত্তর: আল্যার্জী বা হাঁপানি


28. পারদ দূষনের ফলে মানব দেহে কোন রোগ হয় ?


উত্তর: মিনামাটা।


29. ক্যাডমিয়াম দুষনের ফলে কোন রোগটি হয় ?


উত্তর: ইটাই ইটাই।


30. সীসা দুষনের ফলে কোন রোগটি হয় ?


উত্তর:  ডিসলক্সিয়া।


31. আর্সেনিক দূষনের ফলে কোন রোগ হয় ?


উত্তর: ব্ল্যাকফুট ডিজিজ।


32. সিলিকোসিস রোগের প্রধান কারন হল -


উত্তর:  সিলিকার গুঁড়ো।


33. অম্ল- বৃষ্টির জন্য দায়ী গ্যস কোনটি ?


উত্তর: সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।


34. জলজ আনুবীক্ষনিক জীবগুলিকে বলে –


উত্তর: প্লাঙ্কটন।


35. রক্তে কীসের উপস্থিতিতে ' Blue Baby '  উপসর্গ দেখা যায় ?


উত্তর: মিথিমোগ্লোবিন।


36. সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হলেন -


উত্তর: রিচেল কারসন।


37. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?


উত্তর: কেরলার কালাক্কার।


38. চিপকো আন্দোলনের কার নেতৃত্বে হয়েছিলো ?


উত্তর: সুন্দরলাল বহুগুনা।


39. নর্মদা বাঁচাও আন্দোলোন কার নেতৃত্বে হয়েছিলো ?


উত্তর: মেধা পাটেকর।


40. পৃথিবী থেকে  প্রতি বছর যে পরিমান বনভুমি বিলীন হচ্ছে তার পরিমান -


উত্তর: ১৭০ লক্ষ হেক্টর।


41. বায়ু মন্ডলের প্রতি ১ কিমি উচ্চতয়া বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় –


উত্তর: 6.45 ডিগ্রী।


42. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমান -


উত্তর:  97 %


43. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমান  -


উত্তর: 3 % ।


44. সমুদ্রের জলে দ্রবীভূত লবনের পরিমান  গড়ে –


উত্তর:  35 %


45. বাস্তুতন্ত্রের 10  শতাংশ সূত্রের প্রবক্তা হলেন -


উত্তর: লিন্ডেম্যান।


46. ‘ইকোলজি’ কথাটি সর্ব প্রথম ব্যবহার করেন -


উত্তর: আর্নেস্ট হেকেল।


47. ‘ইকোসিস্টেম’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ?


উত্তর: ট্যান্সলে।


48. আবর্জনার স্তুপ থেকে কোন গ্যাস নির্গত হয় ?


উত্তর: মিথেন।


49. পৃথিবীতে অপুষ্টিতে ভুগছে এমন লোকের সংখ্যা -


উত্তর: 80  কোটি


50. বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি ?


উত্তর: থার্মোস্ফিয়ার।



কপিরাইট: Sikkharpragati.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।


আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Tomra sotti khub vlo post koro amader moto bekar chele der jono

    ReplyDelete

Please do not share any spam link in the comment box

Ads Area