রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর - Rabindranath Tagore Question Answer

রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Rabindranath Tagore Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর PDF. নিচে Rabindranath Tagore Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর - Rabindranath Tagore Question Answer



১) 'ওকাম্পোর রবীন্দ্রনাথ' ➡ কার লেখা গ্রন্থ?


উঃ শঙ্খ ঘোষ।


২) 'রবীন্দ্র সংগমে দ্বীপময় ভারত ও শ্যামদেশ' ➡ কার লেখা?


উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।


৩) রবীন্দ্রনাথের 'শ্রীবিজয়লক্ষ্মী' কবিতাটির পূর্ব নাম কী?


উঃ যবদ্বীপ।


৪) রবীন্দ্রনাথের 'সাগরিকা' (মহুয়া কাব্য) কবিতাটির পূর্ব নাম কী?


উঃ বালি।


৫) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জাভাযাত্রীর পত্র' ➡ এর অনুবাদক কে?


উঃ সুরেন্দ্রনাথ ঠাকুর।


৬) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জাভাযাত্রীর পত্র' ➡ কী  নামে অনূদিত হয় ?


উঃ 'Letters written on the way to java' ( The Visva Bharati Quarterly vol V,  Oct 1927, no 3 ➡ প্রকাশিত হয়) ।


৭) কোন নাটকে রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেন?


উঃ ১৬ বছর বয়সে রবীন্দ্রনাথ জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের "এমন কর্ম আর করব না "প্রহসনে অলীকবাবুর ভূমিকায় অভিনয় করেন।যা বাড়ির লোক আর বন্ধুদের মধ‍্যে সীমাবদ্ধ ছিল।নাট‍্যমঞ্চে সাধারণের সমক্ষে "বাল্মীকি প্রতিভা"নাটকে বাল্মীকির ভূমিকা প্রথম অভিনয় করেন।


৮) রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস কোনটি?


উঃ গোরা।


৯) রবীন্দ্রনাথ কোন গ্রন্থের উৎসর্গ পত্রে সুনীতিকুমারকে ভাষাচার্য উপাধি দেন?


উঃ 'বাংলা ভাষা পরিচয়'


১০) সুনীতিকুমার রবীন্দ্রনাথের কোন কবিতার নামকরণ করেন?


উঃ 'বালি'  কবিতাটির নামকরণ করেন, নাম দেন 'সাগরিকা'।


১১) রবীন্দ্রনাথ ঠাকুর 'মায়ার খেলা' (১৮৮৮) গীতিনাট্যটি কাদের অনুরোধে লেখেন?


উঃ কলকাতার সখী সমিতির অনুরোধে।


১২) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পঞ্চাঙ্ক নাটক কোনটি?


উঃ রাজা ও রাণী (১৮৮৯) 


১৩) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জ্যেষ্ঠ কন্যার মৃত্যুতে ব্যথিত হয়ে কোন গ্রন্থ রচনা করেন?


উঃ পলাতকা (১৯১৮) 


১৪) 'বিশ্ব পরিচয়' গ্রন্থটি রবীন্দ্রনাথ কোথায় থাকাকালীন লেখেন?


উঃ আলমোড়া।


১৫) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ রবীন্দ্রনাথকে কবে ডক্টরেট উপাধি দেন?


উঃ ১৯৪০ সালের ৭ই আগস্ট শান্তিনিকেতনে এসে উপাধি দিয়ে যান।


১৬) 'পৃথ্বীরাজ পরাজয়'  ➡ এর নাট্যরূপ কোনটি?


উঃ রুদ্রচণ্ড।


১৭) রবীন্দ্রনাথ তাঁর শেষ কবিতাটি মুখে মুখে বলে যান, সে সময় কবিতাটি কে লিপিবদ্ধ করেন?


উ: শ্রীমতি রাণী চন্দ।


১৮) রবীন্দ্রনাথ তাঁর কোন কাব্যগ্রন্থের নামকরণ করে যেতে পারেননি?


উ: শেষ লেখা। নামকরণ করেন কবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।


১৯) "দেখা হয় নাই চক্ষু মেলিয়া / ঘর হইতে শুধু দু’পাশে ফেলিয়া / একটি ঘাসের মাথার উপর / শিশিরবিন্দু" ➡ এই কথাটি কোন বিখ্যাত ব্যক্তিত্বের খাতায় রবীন্দ্রনাথ অটোগ্রাফ হিসেবে লিখে দেন?


উ: সত্যজিৎ রায়।


২০) ভাষাগত কারণে রবীন্দ্রনাথের 'স্ত্রীরপত্র' গল্পটির বিশেষত্ব কী?


উ: চলিত ভাষায় লেখা প্রথম গল্প।


২১) রবীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতা কে কোন নামে প্রথম অভিহিত করেন?


উ: লোকমাতা।


২২) মোরান সাহেবের বাগান বাড়িতে বসে রবীন্দ্রনাথ কোন উপন্যাস রচনা করতে শুরু করেন?


উ: বউ ঠাকুরাণীর হাট।


২৩) ' রাতকানাইয়ের নির্বুদ্ধিতা' গল্পের পূর্ব নাম কী?


উ: সাক্ষী।


২৪) নষ্টনীড় ➡ গল্পে পাশ্চাত্যের কোন গল্পের ছায়া আছে?


উ: আন্তন চেকভের ' দ্য লেডি উইথ দ্য ডগ'।


২৫) রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থ বৌমা প্রতিমা দেবীকে উৎসর্গ করেন?


উ: ছড়ার ছবি।


২৬) কোন পত্রিকায় প্রথম সমালোচক রবীন্দ্রনাথের দেখা মেলে?


উ: জ্ঞানাঙ্কুরে। "ভুবনমোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখসঙ্গিনী" সমালোচনা। একসঙ্গে তিনটি কবিতার সমালোচনা করেন।


➧ রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বই


২৭) রবীন্দ্রনাথের চেনাশোনা মানুষ ➡ প্রভাতকুমার মুখোপাধ্যায়।


২৮) কথাকোবিদ রবীন্দ্রনাথ ➡ নারায়ণ গঙ্গোপাধ্যায়।


২৯) রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন ➡ প্রমথনাথ বিশী।


৩০) কাছের মানুষ রবীন্দ্রনাথ ➡ নন্দগোপাল সেনগুপ্ত।


৩১) শিলাইদহ ও রবীন্দ্রনাথ ➡ শচীন্দ্রনাথ অধিকারী।


৩২) গুরুদেব ও শান্তিনিকেতন ➡ সৈয়দ মুজতবা আলী।


৩৩) রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী ➡ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


৩৪) একত্রে রবীন্দ্রনাথ ➡ অমিতাভ চৌধুরী।


৩৫) তবে তাই হোক ➡ সোমেন্দ্রনাথ বসু।


৩৬) মংপুতে রবীন্দ্রনাথ➡ মৈত্রেয়ী দেবী।


৩৭) পটুয়া রবি ঠাকুর ও চিত্র বিপ্লব ➡ শিবনারায়ণ রায়।


৩৮) আলাপচারী রবীন্দ্রনাথ ➡ রানী চন্দ।


৩৯) রবীন্দ্র চিত্রকলা ➡ মনোরঞ্জন গুপ্ত।


৪০) স্বপ্ন সত্য রবীন্দ্রনাথ ➡ অমিত্রসূদন ভট্টাচার্য।


৪১) রাতের তারা দিনের রবি ➡ উজ্জ্বলকুমার মজুমদার।


৪২) কবি  স্মরণে ➡ চারুচন্দ্র ভট্টাচার্য।


৪৩) ক্ষমাপ্রার্থী রবীন্দ্রনাথ ➡ অমিতাভ চৌধুরী।


৪৪) ভারত পথিক রবীন্দ্রনাথ ➡  প্রবোধচন্দ্র সেন।


৪৫) রবীন্দ্রচরিত ➡ বিজনবিহারী ভট্টাচার্য।


৪৬) ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ ➡ নেপাল মজুমদার।


৪৭) পুরুষোত্তম রবীন্দ্রনাথ ➡ অমল হোম।


৪৮) কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ➡ শঙ্খ ঘোষ।


৪৯) বিশ্বপথিক ➡ কালিদাস নাগ।


৫০) ডাকঘরের হরকরা ➡ নিত্যপ্রিয় ঘোষ।



➧ ইংরেজিতে অনূদিত রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গ্রন্থ


১) শেষের কবিতা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Fairwell my friend ➡ কৃষ্ণা কৃপালিনী।


২) চোখের বালি➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Eye sore


৩) চতুরঙ্গ ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


ক) Broken Ties ➡ রবীন্দ্রনাথ পিয়ার্সনের সঙ্গে যুগ্মভাবে।


খ) A story in four chapter (যদিও এটাকে Broken Ties এর পূর্ব সংস্করণ বলে অনেকে মনে করেন) 


৪) চার অধ্যায় ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Four Chapter ➡ অমিয় চক্রবর্তী।


৫) গোরা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Gora ➡ পিয়ার্সন


৬) মুক্তধারা ➡  রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The waterfall


৭) রাজা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The king of the dark chamber


৮) রক্তকরবী ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Red olienders


৯) বিসর্জন ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Sacrifice


১০) ডাকঘর ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Post Office ➡ ইয়েটস / দেবব্রত মুখোপাধ্যায়।


১১) ফাল্গুনী ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Cycle of spring


১২) খাতা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Copy Book – জীতেন সেন।


১৩) খোকাবাবুর প্রত্যাবর্তন – রবীন্দ্রনাথ ঠাকুর


➧ My Lord The Baby – C F Andrews  With the auther’s Help ( Hungry Stones and the others Stories) 


১৪) ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর


ক) The School Closes – Glimpses of Bengal life.


খ) The Home Coming – Stories from Tagore


১৫) কাবুলিওয়ালা – রবীন্দ্রনাথ ঠাকুর


ক) The Fruit Seller – Glimpses of Bengal Life


খ) The Cabuliwallah – সিস্টার নিবেদিতা।


১৬) একটি আষাঢ়ে গল্প ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


ক) The Kingdom Of Cards➡– C F Andrews  With the auther’s Help ( Hungry Stones and the others Stories) 


খ) Tasher Desh Or Kingdom Cards – কে. আর কৃপালিনী।


১৭) এক রাত্রি – রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Supreme Night – যদুনাথ সরকার।


১৮) ত্যাগ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


ক) Renunciation ➡ প্রভাতকুমার মুখার্জি (ব্যারিস্টার) 


খ) Outcast➡ সুরেন্দ্রনাথ ঠাকুর


গ) The Abondoned – জীতেন সেন।


১৯) কঙ্কাল➡ রবীন্দ্রনাথ ঠাকুর


ক) The Skeleton– প্রভাতকুমার মুখার্জি (ব্যারিস্টার) 


খ) The Skeleton – রবীন সরকার


গ) The Skeleton➡ Mashi And Other  Stories


ঘ) A Study in Anatomy – The glimpses of Bengal Life.


২০) সম্পত্তি সমর্পন ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Trust Property ➡  প্রভাতকুমার মুখার্জি (ব্যারিস্টার) ।


২১) মানভঞ্জন ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Giribala ➡ রবীন্দ্রনাথ নিজেই অনুবাদ করেন।


২২) দালিয়া ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Dalia ➡ শীলা চট্টোপাধ্যায়।


২৩) পোষ্টমাষ্টার ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Post Master➡ দেবেন্দ্রনাথ মিত্র ।


২৪) দেনাপাওনা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Debts And Dues ➡  শীলা চট্টোপাধ্যায়।


২৫) তারাপ্রসন্নের কীর্তি –রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Taraprasanna’s Masterpiece ➡  শীলা চট্টোপাধ্যায়।


২৬) রাজপথের কথা – রবীন্দ্রনাথ ঠাকুর


➧ Tale of High Road – ইন্দিরা দেবী চৌধুরানী।


২৭) ভিখারিণী – রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Beggar Maid – শিবপ্রসাদ বিশ্বাস।


২৮) ঘাটের কথা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The River Stair➡ যদুনাথ সরকার।


২৯) গীতাঞ্জলি ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The song offerings


৩০) ছেলেবেলা ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ My Boyhood Days


৩১) শিশুতীর্থ ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Child


৩২) জন গণ মন ➡ রবীন্দ্রনাথ ঠাকুর


➧ The Morning song of India



➧ রবীন্দ্র উপন্যাস প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়


১) করুণা ➡ ভারতী।


২) রাজর্ষি ➡ বালক।


৩) চতুরঙ্গ ➡ সবুজ পত্র।


৪) নৌকাডুবি ➡ বঙ্গদর্শন ।


৫) গোরা ➡ প্রবাসী।


৬) ঘরে বাইরে ➡ সবুজ পত্র।


৭) যোগাযোগ ➡ বিচিত্রা।


৮) দুই বোন ➡ বিচিত্রা।


৯) শেষের কবিতা ➡ প্রবাসী।


১০) চোখের বালি ➡ নবপর্যায় বঙ্গদর্শন।


১১) মালঞ্চ ➡ বিচিত্রা ।


Also Read:




রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর - Rabindranath Tagore Question Answer



Download রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর - Rabindranath Tagore Question Answer PDF


File Details:-

File Name:- রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area