দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Delhi Sultanate Empire Questions Answers

দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Delhi Sultanate Empire Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF. নিচে Delhi Sultanate Empire Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Delhi Sultanate Empire Questions Answers



প্রশ্ন: কার নেতৃত্বে সিন্ধুদেশে আরব আক্রমণ ঘটেছিল?


উওরঃ- মহম্মদ বিন কাশেম(712খ্রীঃ)।


প্রশ্ন: আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধুদেশের রাজা কে ছিলেন?


উওরঃ- দাহির।


প্রশ্ন: কার নেতৃত্বে ভারতে প্রথম তুর্কী আক্রমণ ঘটেছিল?


উওরঃ- গজনির সুলতান মামুদ।


প্রশ্ন: গজনীর সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন?


উওরঃ- 17 বার।


প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল?


উওরঃ- 1191 খ্রীঃ(মহম্মদ ঘোড়ী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে)


প্রশ্ন: ”পৃথ্বীরাজ রাসো” গ্রন্থটি কার লেখা?


উওরঃ- চাঁদ বরদৈই।


প্রশ্ন: কুয়াৎ উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?


উওরঃ- কুতুবউদ্দিন আইবক।


প্রশ্ন: আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন?


উওরঃ- কুতুবউদ্দিন আইবক।


প্রশ্ন: চল্লিশ চক্র কে গঠন করেন?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?


উওরঃ- আলাউদ্দিন খলজি।


প্রশ্ন: ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মিত হয়?


উওরঃ- খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী।


প্রশ্ন: কোন সুলতান ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।


প্রশ্ন: কোন সুলতান ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর আরোপ করেছিলেন?


উওরঃ- ফিরোজ শাহ তুঘলক।


প্রশ্ন: আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে ?


উওরঃ- সিকান্দার লোদী।


প্রশ্ন: কোন যুদ্ধের দ্বারা ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে?


উওরঃ- প্রথম পানিপথের যুদ্ধ(1526 খ্রীঃ)।


প্রশ্ন: ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?


উওরঃ- খিজির খাঁ।


প্রশ্ন: “হাজার দিনারি” কাকে বলা হয়?


উওরঃ- মালিক কাফুর।


প্রশ্ন: কোন সুলতান কৃষকদের ‘তকাভি’ নামক কৃষিঋণ দানের ব্যবস্থা করেন?


উওরঃ- মহম্মদ বিন তুঘলক।


প্রশ্ন: ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


উওরঃ- কুতুবউদ্দিন আইবক।(1206 খ্রীঃ)


প্রশ্ন: কোন সুলতানকে ‘লাখবকস্’ বা ‘লক্ষদাতা’ বলা হয়?


উওরঃ- কুতুবউদ্দিন আইবককে(দানশীলতার জন্য)


প্রশ্ন: কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?


উওরঃ- আরাম শাহ।


প্রশ্ন: কোন সুলতান বাগদাদের খলিফার কাছ থেকে ‘সুলতানি-ই-আজম’ উপাধি পান?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন?


উওরঃ- রাজিয়া সুলতান।


প্রশ্ন: কোন সুলতানকে ‘দরবেশ সুলতান’ বলা হয়?


উওরঃ- নাসিরুদ্দিন মামুদ।


প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী?


উওরঃ- উলুঘ খাঁ।


প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে বাংলার কোন শাসনকর্তা বিদ্রোহ ঘোষণা করেছিলেন?


উওরঃ- তুঘ্রিল খাঁ।


প্রশ্ন: ভারতে ‘সিজদা’ ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।


প্রশ্ন: কোন সুলতান রাজদরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।


প্রশ্ন: ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?


উওরঃ- জালালউদ্দিন খলজি।


প্রশ্ন: কোন সুলতান ‘সিকান্দার-ই-সানি’ বা দ্বিতীয় ‘আলেকজান্ডার’ উপাধি ধারণ করেছিলেন?


উওরঃ- আলাউদ্দিন খলজি।


প্রশ্ন: আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী?


উওরঃ- মালিক কাফুর।


প্রশ্ন: কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রর্বতন করেন?


উওরঃ- আলাউদ্দিন খলজি।


প্রশ্ন: মহম্মদ বিন তুঘলকের আসল নাম কী ছিল?


উওরঃ- জুনা খাঁ।


প্রশ্ন: মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?


উওরঃ- তারমাসিরিন।(1328খ্রীঃ)


প্রশ্ন: কাকে সুলতানি যুগের আকবর বলা হয়?


উওরঃ- ফিরোজ শাহ তুঘলককে।


প্রশ্ন: কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লঙ্ ভারত আক্রমণ করেন?


উওরঃ- নাসিরুদ্দিন মামুদ শাহ(1398খ্রীঃ)


প্রশ্ন: দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?


উওরঃ- ইব্রাহিম লোদী।


প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?


উওরঃ- 1192 খ্রীঃ (মহম্মদ ঘোড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান)


প্রশ্ন: কোন সুলতান চৈগান খেলার সময় মারা যান?


উওরঃ- কুতুবুদ্দিন আইবক।


প্রশ্ন: ভারতে কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল?


উওরঃ- খলজি বংশ।


প্রশ্ন: কোন সুলতানের রাজত্ব কালে সর্বপ্রথম দাক্ষিণাত্যে মুসলমান আক্রমণ সংঘটিত হয়েছিল?


উওরঃ- জালাউদ্দিন খলজি।


প্রশ্ন: অলবেরুনির প্রকৃত নাম কী?


উওরঃ- আবুরিহান


প্রশ্ন: “চাচানামা” গ্রন্থটি কোন ভাষায় লেখা?


উওরঃ- আরবি।


প্রশ্ন: কোন সুলতান চল্লিশ চক্রের উচ্ছেদ সাধন করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।।


প্রশ্ন: সুলতানি যুগের কোন ঐতিহাসিক কে “ভারতের তোতাপাখি” বলা হয়?


উওরঃ- আমীর খসরু কে।


প্রশ্ন: দিল্লি সুলতানির শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল?


উওরঃ- ফার্সি।


প্রশ্ন: “শাহনামা” গ্রন্থটি কার লেখা?


উওরঃ- ফিরদৌসি।


প্রশ্ন: রাজিয়ার প্রধান সেনাপতি কে ছিলেন?


উওরঃ- কুতুবুদ্দিন হাসান ঘুরি।


প্রশ্ন: অলবেরুনীর “কিতাব-উল-হিন্দ” বা “তহকিক-ই-হিন্দ” কোন ভাষায় লেখা?


উওরঃ- আরবি।


প্রশ্ন: কে সুলতান মামুদ কে “একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু” বলে অভিহিত করেছেন?


উওরঃ- ভিন সেন্ট স্মিথ।


প্রশ্ন: “তাজ-উল-মাসির” গ্রন্থটি কার লেখা?


উওরঃ- হাসান নিজামি।


প্রশ্ন: আলাউদ্দিন খলজি কবে গুজরাট আক্রমণ করেন?


উওরঃ- 1297 খ্রী:


প্রশ্ন: খলজি বিপ্লব কবে ঘটেছিল?


উওরঃ- 1290 খ্রীঃ।


প্রশ্ন: রাজিয়ার স্বামীর নাম কী?


উওরঃ- আলতুনিয়া।


প্রশ্ন: সুলতানি যুগে গুপ্তচরদের কী বলা হত?


উওরঃ- বারিদ


প্রশ্ন: ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: সুলতানি যুগে সেনাপ্রধান কে কি বলা হত?


উওরঃ- আর্জ-ই-মুমালিক।


প্রশ্ন: সেনাবাহিনীতে “দাগ ও হুলিয়া ব্যবস্থা” কে প্রচলন করেন?


উওরঃ- আলাউদ্দিন খলজি।


প্রশ্ন: কোন সুলতান ভারতে নওরোজ উৎসব প্রচলন করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।


প্রশ্ন: জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?


উওরঃ- খিবার শাসক।


প্রশ্ন: কোন সুলতান মুদ্রায় নিজেকে “খলিফার সেনাপতি” বলে অভিহিত করতেন?


উওরঃ-ইলতুৎমিস।


প্রশ্ন: কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?


উওরঃ- দ্বারসমুদ্র।


প্রশ্ন: “আমির-ই-কোহী” নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?


উওরঃ- মহম্মদ বিন তুঘলক।


প্রশ্ন: কোন সুলতান সেনাবাহিনী থেকে “দাগ ও হুলিয়া” প্রথা তুলে দেন?


উওরঃ- ফিরোজ শাহ তুঘলক


প্রশ্ন: কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?


উওরঃ- ফিরোজ শাহ তুঘলক।


প্রশ্ন: জাহানপনা শহর কে নির্মাণ করেন?


উওরঃ- মহম্মদ বিন তুঘলক।


প্রশ্ন: ইলতুৎমিসের রাজত্বকালে প্রচলিত দুটি মুদ্রার নাম লেখ।


উওরঃ- জিতল ও তঙ্কা।


প্রশ্ন: “Father of tomb building in India” কাকে বলা হয়?


উওরঃ- ইলতুৎমিস।


প্রশ্ন: তবকিৎ ই নাসিরি নাসিরী গ্রন্থের রচয়িতা কে?


উওরঃ- মিনাজ উদ্দিন সিরাজ।


প্রশ্ন: সিংহাসনে বসার আগে ইলতুৎমিস কোথাকার গভর্নর ছিলেন?


উওরঃ- বদায়ুন।


প্রশ্ন: ইলতুৎমিসের সমসাময়িক খিবা বা খোয়িরজিয়মের শাসক কে ছিলেন?


উওরঃ- জালালউদ্দিন মঙ্গবরণী।


প্রশ্ন: “কিতাব উল রাহেলা” গ্রন্থের রচয়িতা কে?


উওরঃ- ইবন বতুতা।


প্রশ্ন: কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেছিলেন?


উওরঃ- আলাউদ্দিন খলজী।


প্রশ্ন: ইবন বতুতার আসল নাম কি?


উওরঃ- আবদুল্লাহ মহম্মদ।


প্রশ্ন: ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?


উওরঃ- মরক্কো।


প্রশ্ন: কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?


উওরঃ- আলাউদ্দিন খলজী।


প্রশ্ন: লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?


উওরঃ- বহুলুল লোদী।


প্রশ্ন: দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?


উওরঃ- বহুলুল লোদী।


প্রশ্ন: কোন সুলতান গুলরুকি ছদ্মনামে কবিতা লিখতেন?


উওরঃ- সিকান্দার লোদী।


প্রশ্ন: “গজ-ই-সিকান্দারি” ব্যবস্থা কে প্রবর্তন করেন?


উওরঃ- সিকান্দার লোদী।


প্রশ্ন: লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?


উওরঃ- ইব্রাহিম লোদী।


প্রশ্ন: দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?


উওরঃ- ইব্রাহিম লোদী।


প্রশ্ন: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?


উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।


প্রশ্ন: কোন সুলতান সর্বপ্রথম “গাজী” উপাধি গ্রহণ করেছিলেন?


উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।


প্রশ্ন: বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরূপ সম্পর্ক ছিল?


উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।


প্রশ্ন: কোন সুলতান ভারতের সর্বপ্রথম জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেন?


উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।


Also Read:



দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Delhi Sultanate Empire Questions Answers



Download দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Delhi Sultanate Empire Questions Answers PDF


File Details:-

File Name:- দিল্লির সুলতানি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.sikkharpragati.com]
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download




Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area