Bengali Current Affairs 1st October 2021 - 1st অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Bengali Current Affairs 1st October 2021 - 1st অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Bengali Current Affairs 1st October 2021 - 1st অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স

Bengali Current Affairs 1st October 2021 - 1st অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স


❏ ই-কমার্স সংস্থা আমাজন ইন্ডিয়া গ্লোবাল কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করল।

❏ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার Manny Pacquiao বক্সিং থেকে অবসর গ্রহণ করলেন, এছাড়া টোকিও অলিম্পিক মেডেলিস্ট রুপিন্দার পাল সিং হকি থেকে অবসর নিলেন।

❏ অস্ট্রেলিয়ার Carrara ওভালে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম দিবা-রাত্রি পিঙ্ক-বল টেস্ট ম্যাচ খেললো।

❏ অটোমোটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (ASDC) এর প্রেসিডেন্ট পদে বিনোদ আগারওয়াল কে নিযুক্ত করা হলো।

❏ ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার ( ISA ) এর চেয়ারম্যান পদে সুনীল কাটারিয়া কে নিযুক্ত করা হলো।

❏ সাস্টেনেবল ফাইন্যান্স এর উপর গঠিত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি এর নতুন এক্সপার্ট প্যানেলের মুখ্য দায়িত্বে থাকবেন সি কে মিশ্র।

❏ IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি।

❏ 38 তম PRAGATI ( Pro-Active Governance and Timely Implementation ) মিটিং এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

❏ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোসিটরিজ ( NSDL ) এর MD এবং CEO পদে পদ্মজা চুন্দুরু কে নিযুক্ত করা হলো।

❏ প্রতিবছর 1 লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয়।


Also Read:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area